3:25 pm , February 5, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর দুই প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বিএসটিআইয়ের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম ছিলেন রয়া ত্রিপুরা। বিএসটিআই জানিয়েছে, নিবন্ধন সনদ গ্রহন না করে কেক বিক্রয় করায় কাটপট্টির ওয়াহিদ’স কেক থেকে ৮ হাজার ও একই রোডের মেসার্স শোভা গহনা মিথ্যা তথ্য প্রদান ও আমদানিকারকের লাইসেন্স না নিয়ে কস্মেটিকস পণ্য বিক্রয় করায় ১০ হাজার টাকা মাত্র জরিমানা করা হয়েছে।