3:24 pm , February 5, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বিনপির ভাইস চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবী এ্যাড. জয়নুল আবেদীনের বোন কহিনুর বেগম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহী অইন্না ইলাহী রাজিউন। রোববার সকাল সাড়ে ১০ টায় নগরীর গোরস্থান রোডস্থ নিজ বা ভবনে শেষ নি.শ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত সমস্যায় ভুগছিলেন। রোববার বাদ আসর গোরস্থান জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বরিশাল বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন। পরে মুসলিম গোরস্থানে তাকে দাফন করা হয়। তিনি এক মেয়ের জননী ছিলেন।
এদিকে মরহুমার মৃত্যুর খবর শুনে তার বাস ভবনে ছুটে যান বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব এ্যাড. মীর জাহিদুল কবির, যুগ্ম আহবায়ক আলতাফ মাহমুদ সিকদার, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাড. মহসিন মন্টু, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, যুবদলের দক্ষিন জেলার সাধারন সম্পাদক এ্যাড. এইচএম তসলিম, উত্তর জেলার সদস্য সচিব সালাউদ্দিন পিপলু, মহানগরের সিনিয়র যুগ সাধারন সম্পাদক শহীদুল হাসান আনিচ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকুল ইসলাম জনি, সাধারন সম্পাদক কামরুল আহসান প্রমুখ।