3:21 pm , February 5, 2023
বাংলাদেশের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন ‘থিয়েটার’ ঢাকা এর ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত নাট্যোৎসবে আগামী ৭ ফেব্রুয়ারি ২০২৩ জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ন করা হবে শব্দাবলী গ্রুপ থিয়েটাররের ৬৭ তম প্রযোজনা নাটক ‘উপসংহার’ হেনরিক ইবসেন রচিত হোয়েন উই ডেড এয়েকেন এর সম্পাদনা ও নির্দেশনা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার ও পারফরম্যান্স স্টাডিজ এর তরুন নির্দেশক রাগীব নাঈম। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সোনিয়া আক্তার, একেএম মর্তুজা, সুরভী জাহান নিশি, রজত মন্ডল ও সোহাগ -পরিবর্তন