3:20 pm , February 5, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর ১১,১২,১৩ ও ১৪ নং ওয়ার্ডের সুবিধাভোগী শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ সভাপতি কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি। রোববার দুপুর ৩ টায় নগরীর আলেকান্দা এলাকায় নূরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে কম্বল বিতরণ করা হয়। নগরীর ১৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মেজবাহুল ইসলাম দিপু’র সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল মারুফ, মহানগর যুবলীগের আহবায়ক মো. নিজামুল ইসলাম নিজাম, যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন, মহানগর আওয়ামী লীগের সাবেক সিনিয়র নেতা আলহাজ্ব শহিদুল আলম, বরিশাল জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম, বরিশাল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু, বরিশাল সিটি কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. জাকির হোসেন ভুলু। শীত বস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি পানিসম্পদ প্রতিমন্ত্রী সরকারের নানামুখি উন্নয়নমূলক কাজের বিষয় উপস্থাপন করে বলেন, জনগন যে সকল ভাতা সমূহ পাচ্ছেন তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার থাকলেই পাওয়া যাবে। অন্য কেউ ক্ষমতায় এলে এ সকল ভাতাসহ নানান সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়া হবে। তাই সকলকে তিনি আহবান জানান নৌকায় ভোট দিয়ে পুনরায় আওয়ামী লীগ সরকার গঠনের জন্য। বরিশাল সিটি কর্পোরেশন এর ১১,১২,১৩,ও ১৪ নং ওয়ার্ডের কয়েক হাজার সুবিধাভোগী সহ স্থানীয় মুসল্লী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে তিনি বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করে তাদের এলাকার নানা সমস্যার কথা শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এরমধ্যে নূরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠটি ৭ দিনের মধ্যে সিমেন্ট দিয়ে ঢালাই দিয়ে উঁচু করে ঈদের নামাজ আদায় করার জন্য একটি মেম্বর নির্মান করে দেয়ার ঘোষণা দেন। প্রধান অতিথির বক্তব্যের শেষে ১২ নং ওয়ার্ডের এক প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করেন। এরপর শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ১৬ নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক আ স ম রাফি জুয়েল, ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মজিবুল হক স্বপন, বরিশাল জেলা যুবলীগের সমাজ সেবা সম্পাদক খান সাইফুল্লাহ লাবু, বরিশাল মহানগর যুবলীগের সদস্য শহীদুল্লাহ রিজভী, ১৪ নং ওয়ার্ডের সাবেক কমিশনার নাসির উদ্দিন, বরিশাল মহানগর যুবলীগের সদস্য মারুফ আহমেদ জিয়া, সৈয়দ মেহেদী হাসান রোমান,সোহান মাইদুল,বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ, বরিশাল হাতেম আলী কলেজ ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: মাহিদুর রহমান মাহাদ, বরিশাল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আল মামুন, বিএম কলেজ ছাত্রলীগের সাহিত্য সম্পাদক নুর আল আহাদ সাঈদি, ১১ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হাবিব শরীফ, বরিশাল মহানগর যুবলীগ নেতা সোয়েব আহাদ সিজান, ১৪ নং ওয়ার্ড যুবলীগ নেতা জগরুল হাওলাদার পলার,বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য মশিউর রহমান শাওন, বিএম কলেজ ছাত্রলীগের নাট্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাজী মিলন, ১৪ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সুমন,বরিশাল মহানগর ছাত্রলীগ নেতা রেজানুর রহমান নিয়ন,আশিক জামান সোহেল,১৩ নং ওয়ার্ড যুবলীগ নেতা নাজমুল, ১১ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকিব মাহমুদ।