মহিপুর থানা চত্বরে সবজি চাষে ওসির চমক মহিপুর থানা চত্বরে সবজি চাষে ওসির চমক - ajkerparibartan.com
মহিপুর থানা চত্বরে সবজি চাষে ওসির চমক

3:17 pm , February 5, 2023

আরিফ সুমন, কুয়াকাটা ॥ প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে মহিপুর থানা চত্তরে সবজি চাষ করেছেন ওসি খোন্দকার মো:আবুল খায়ের। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি থানা কম্পাউন্ডের চার পাশে খালি জমিতে সবজি চাষ করে চমক দেখিয়েছেন। মহিপুর থানার চত্বরে পতিত জমিতে জৈব সার ব্যবহার করে বিষমুক্ত ১৫ প্রজাতির সবজি চাষ করেছেন। ফলে পাল্টে গেছে থানার দৃশ্য। চারদিকের সবুজ দৃশ্য থানায় সেবা নিতে আসা মানুষের নজর কেড়েছে। সরেজমিনে ঘুরে দেখা গেছে, চারদিকে ইটে ঘেরা চত্বর এখন ফসলের মাঠ। সেখানে গাছে গাছে জুলছে শিম, টমেটো, বেগুন, ঢেঁড়স,মিষ্টি কুমড়া, বাঁধাকপি, ফুলকপি, লাউ, লালশাক, ডাটাশাক, পুঁইশাক, ধনিয়া পাতা,তরমুজ,ভুট্টাসহ নানা রকমের সবজি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা ও পটুয়াখালীর পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম এর নির্দেশনা মতে শীতকালীন সবজি চাষের এ উদ্যোগ নেন।
মহিপুর থানার কর্মরত এস আই আসাদুজ্জামান জুয়েল বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় থানা কম্পাউন্ডে সবজির বাম্পার ফলন হয়েছে। ডিউটির ফাঁকে ফাঁকে অবসর সময়ে সবজি বাগান ও ফলজ বাগানে সকালে ও বিকেলে আমরা সকলে উৎসাহ নিয়েই কাজ করি। থানা আঙ্গিনায় সবজি চাষ সর্ম্পকে জানতে চাইলে মহিপুর থানার ওসি খোন্দকার মো. আবুল খায়ের বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশনা থেকেই থানার আঙিনায় ফাঁকা জায়গায় সবজি উৎপাদনের চিন্তা মাথায় আসে। সে চিন্তা থেকেই সবজি চাষ শুরু করেছি। এবং সাফল্যও পেয়েছি। নিজের হাতে উৎপাদিত সবজি দিয়ে এ থানায় কর্মরত পুলিশ সদস্যদের ৫০ শতাংশ চাহিদা পুরন হচ্ছে। এ সময় তিনি সবাইকে পতিত জমিতে সবজি চাষের আহবান জানান।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT