3:16 pm , February 5, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ উজিরপুর উপজেলার বড়াকোটা ইউনিয়নের নারকৈলি গ্রামে নিজ বাড়ির পানি ভর্তি ট্যাংকির চাপায় এক ডিস ব্যবসায়ী নিহত। রবিবার বিকাল ৬ টার সময় নিহতের ঘটনা ঘটে। স্থানীয় এবং বড়াকোঠা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য মো. হারুন হাওলাদার বলেন, নারকৈলি গ্রামের মৃত শাজাহান মৃধার ছেলে এলাকায় ডিস ব্যবসায়ী মো: মার্শাল মৃধা (৪৮) ঘরের আড়ার উপর পানির ট্যাংকি রেখে মটার দিয়ে পানি ভর্তি করে রাখে। পানি ভর্তি ট্যাংকি আড়া ভেঙ্গে মার্শাল মৃধার গায়ের উপর পড়লে ঘটনাস্থলে মৃত্যু হয়। মৃত্যুর ঘটনায় উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো: কামরুল হাসান জানান বিষয়টি শুনেছি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।