বিলুপ্ত খেলাগুলো পুনরুজ্জীবিত করার আহ্বান জানালেন বিদায়ী অধ্যক্ষ ফরিদুল আলম বিলুপ্ত খেলাগুলো পুনরুজ্জীবিত করার আহ্বান জানালেন বিদায়ী অধ্যক্ষ ফরিদুল আলম - ajkerparibartan.com
বিলুপ্ত খেলাগুলো পুনরুজ্জীবিত করার আহ্বান জানালেন বিদায়ী অধ্যক্ষ ফরিদুল আলম

3:31 pm , February 4, 2023

বিশেষ প্রতিবেদক ॥  দীর্ঘ ৩৭ বছরের শিক্ষকতা জীবনের আনুষ্ঠানিক অবসান হলেও একজন শিক্ষক মৃত্যুর আগ মুহুর্ত  শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। আমিও আমৃত্যু শিক্ষক হয়েই বাকীটা জীবন পার করতে চাই। এভাবেই নিজের বিদায়ী অনুভূতি প্রকাশ করলেন বরিশালের সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের তালুকদার হাট স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ফরিদুল আলম জাহাঙ্গীর তালুকদার। তিনি বরিশাল শিক্ষক সমিতিরও সভাপতি। নিজের হাতে গড়া তালুকদার হাট স্কুল অ্যান্ড কলেজের মায়া কাটিয়ে চলে যাওয়ার আগমুহুর্তে তিনি সকল শিক্ষক ও শিক্ষার্থীদের স্কুলের মাঠটি যথাযথ ব্যবহার করে বিলুপ্তপ্রায় হাডুডু, দাড়িয়াবান্ধা, গোল্লাছুট, ভলিবল ইত্যাদি খেলাগুলো ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার্থীদের নৈতিক অবক্ষয় দূর করতে খেলাধুলার বিকল্প নেই।
৪ ফেব্রুয়ারী শনিবার সকালে চাঁদপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্কুল কমিটির সভাপতি জাহিদ খানের সভাপতিত্বে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বরিশাল অঞ্চলের পরিচালক প্রফেসর মোঃ মোয়াজ্জেম হোসেন, তালুকদার হাট স্কুল অ্যান্ড কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ হানিফ মল্লিক,   প্রবীণ শিক্ষক হাবিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধুসহ স্থানীয় অভিভাবক ও গ্রামবাসী।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT