3:28 pm , February 4, 2023
স্ত্রীকে কু-প্রস্তাব দেয়ায় এ হত্যাকান্ড -দাবী আসামীদের
নিজস্ব প্রতিবেদক ॥ স্ত্রীকে কু-প্রস্তাব দেয়ায় নগরীর সুপার শপ ব্যবসায়ীকে হত্যা করেছে বেসরকারী নার্সিং ইনষ্টিটিউটের এক শিক্ষার্থী ও তার বন্ধুরা। হত্যার ৮ দিন পর শুক্রবার দিবাগত গভীর রাতে ব্যবসায়ী শাহিন মোল্লার (৩৮) লাশ উদ্ধার করা হয় বলে র্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান জানিয়েছেন। শাহীন মোল্লা নগরীর রুপাতলী এমএ খালেক সড়কের বাসিন্দা এনামুল হকের ছেলে। রুপাতলী কাঠালতলা এলাকায় মেসার্স তাহসিন ষ্টোর্স নামে সুপার শপ রয়েছে বলে শাহিনের ভগ্নিপতি দেলোয়ার হোসেন খোকন জানিয়েছেন। এ ঘটনায় আটক করা হয়েছে হত্যাকারী নার্সিং ইনষ্টিটিউটের শিক্ষার্থীসহ তার দুই বন্ধুকে। আটককৃতরা হলো : রুপাতলী কাঠালতলা তালুকদার হাউজিং প্রথম গলির নাহার ভিলার ভাড়াটিয়া ও বরগুনার আমতলী উপজেলার কালীপোড়া এলাকার রুহুল আমিন মোল্লার ছেলে ইউসুফ মোল্লা (২০), তার বন্ধু পটুয়াখালীর কলাপাড়া উপজেলার গন্ডমারী এলাকার রকিবুল ইসলামের ছেলে নাজমুল ইসলাম অমি (১৯) ও বরিশালের বানারীপাড়া উপজেলার সোনাহার এলাকার মিজান সিকদারের ছেলে হামিম সিকদার (১৯)।
দুপুর একটায় র্যাব-৮ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান জানান, ব্যবসায়ী শাহিন মোল্লা ও ইউসুফ মোল্লা একই এলাকায় বসবাসের কারণে বন্ধুত্বপূর্ন সম্পর্ক গড়ে ওঠে। শাহীন মোল্লা আসামী ইউসুফ মোল্লার সদ্যবিবাহিতা স্ত্রী স্বর্ণা বিশ্বাসকে (১৮) কু-প্রস্তাব দেয়। এতে ইউসুফ মোল্লা ব্যবসায়ী শাহিন মোল্লার উপর ক্ষিপ্ত হয়ে হত্যা করার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী ইউসুফ মোল্লা তার দুই বন্ধু নাজমুল ইসলাম অমি এবং হামিম শিকদারকে গত ২৭ জানুয়ারি রাত ৯টা ১০ মিনিটে শাহিনের ব্যবসা প্রতিষ্ঠানে যায়। সেখান থেকে শাহীনকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে রুপাতলী কাঠালতলা তালুকদার হাউজিং প্রথম গলির নাহার ভিলার ৪র্থ তলায় ইউসুফ মোল্লার ভাড়া বাসায় নেয়। সেখানে নিয়ে শাহীন মোল্লার গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে লাশ বস্তাবন্দি করে বাথরুমের ফলস্ ছাদের উপরে রেখে দরজা আঠা দিয়ে বন্ধ করে দেয়। র্যাব অধিনায়ক বলেন, শাহিন মোল্লা নিখোঁজের ঘটনায় তার আত্মীয় আব্দুল খালেক হাওলাদার গত ৩০ জানুয়ারী কোতয়ালী মডেল থানায় জিডি করেন। গত ৩১ জানুয়ারী শাহীনের বোন শিরিন আক্তার মুন্নি র্যাব-৮ এ নিখোঁজ ভাইয়ের বিষয়ে অভিযোগ দেন।
র্যাব অধিনায়ক বলেন, গত ২ ফেব্রুয়ারী শিরিনের স্বামীর মোবাইল ফোনে কল দিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। মোবাইল ফোনের মালিক হামিমকে বাকেরগঞ্জ থেকে আটক করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী শুক্রবার রাত ১১টায় নগরীর কাশিপুর থেকে ইউসুফ ও অমিকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী রাত সাড়ে ১১টার দিকে ফলস ছাদ থেকে শাহীনের লাশ উদ্ধার করা হয়েছে।
লাশ উদ্ধার করে পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্য কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। আসামীদের একই থানায় হস্তান্তর করা হবে।
শাহীনের ভগ্নিপতি দেলোয়ার হোসেন খোকন বলেন, স্বর্না ও ইউসুফ নার্সিং ইনষ্টিটিউটে পড়াশুনা করে। তারা বিয়ে করেনি। তবুও স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে বাসা ভাড়া নিয়ে বাস করতো। খোকনের দাবি শ্যালক শাহীন কু-প্রস্তাব দেয়নি। আটক খুনীরা মাদকসেবী। শাহীন ব্যবসায়ী হওয়ায় তার কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার পরিকল্পনা করে। টাকার জন্য এ হত্যাকান্ড ঘটিয়েছে। কোতয়ালী মডেল থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, জিডি হত্যা মামলায় রুপান্তর হবে। লাশের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।