পাউবো প্রকৌশলীর কাউখালীর নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন পাউবো প্রকৌশলীর কাউখালীর নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন - ajkerparibartan.com
পাউবো প্রকৌশলীর কাউখালীর নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন

3:24 pm , February 4, 2023

কাউখালী প্রতিবেদক ॥ কাউখালী উপজেলা আমরাজুড়ি ইউনিয়নের আমরাজুরী ফেরিঘাট, সংযোগ সড়ক ও তৎসংলগ্ন গুরুত্বপূর্ণ স্থাপনা গুলো সন্ধ্যা নদীতে বিলীন হবার পথে। শনিবার সকালে ভাঙ্গল কবলিত সন্ধ্যা নদীর তীরের ভাঙ্গন হতে রক্ষাকল্পে প্রকল্প নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডের বরিশাল দক্ষিণ অঞ্চলের প্রধান প্রকৌশলী মজিবুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ নাসির উদ্দিন, পিরোজপুরের পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মাহবুবে মওলা ভাঙ্গল কবলিত এলাকা পরিদর্শন করেন। এ সময় কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, আমরা জুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আকবর হোসেন দুলাল, ঠিকাদার আব্দুল লতিফ সিকদার সহ এলাকার গণ্যমান ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এলাকাবাসীর দাবি এখনই ভাঙ্গন রোধের ব্যবস্থা না করলে উক্ত এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যাবে। এ ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাইদ মিয়া মনু জানান, আমরা স্থানীয় সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুর মাধ্যমে স্থায়ীভাবে বাঁধ নির্মাণ করার চেষ্টা করছি।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT