3:04 pm , February 4, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ বিরোধীদলীয় নেতাকর্মীদের মুক্তি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোসহ শাসন ব্যবস্থা পরিবর্তনের ১৪ দফা দাবিতে নগরীতে বিক্ষোভ সমাবেশ করেছে গণতন্ত্র মঞ্চ বরিশাল জেলা কমিটি। শনিবার সকাল সাড়ে ১০ টায় নগরীর সদর রোডে এ কর্মসূচী পালিত হয়। বরিশাল গণ সংহতি আন্দোলনের বরিশাল জেলা কমিটির আহবায়ক দেওয়ান আঃ রশিদ নিলুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন গণ সংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটি সদস্য সচিব আরিফুর রহমান মিরাজ, যুব অধিকার পরিষদ বরিশাল মহানগর সভাপতি ফরহাদ হোসেন তালুকদার, জেএসডি কেন্দ্রীয় সদস্য সমিরন হালদার, গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় সদস্য মোঃ রফিকুল ইসলাম রাসেল,ভাষানী অনুষদ পরিষদ বরিশাল জেলা কমিটির সদস্য আব্দুল মান্নান, জেএসডি বরিশাল জেলা কমিটির সাধারন সম্পাদক বিজয় কৃষ্ণ বড়াল, মোঃ জাবের প্রমুখ। বিক্ষোভ সমাবেশ সঞ্চালনা করেন হাসিব আহমেদ।