3:03 pm , February 4, 2023

আগৈলঝাড়া প্রতিবেদক ॥ আগৈলঝাড়ায় ৬ষ্ঠ শ্রেণির স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ পোষ্টমর্টেমের জন্য গতকাল শনিবার বরিশাল মর্গে প্রেরন করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার রতœপুর ইউনিয়নের রতœপুর গ্রামের দরিদ্র ভ্যান চালক বিপ্লব চৌধুরীর মেয়ে ও রতœপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী পায়েল চৌধুরী ধানের চারা (বীজ) উঠিয়ে মা আরতী চৌধুরীর কাছে কিছু টাকা জমা রাখে। পায়েল স্কুলড্রেস তৈরীর জন্য পিতা-মাতার কাছে দাবী করে এবং তার জমানো টাকা খরচ না করার জন্য বলে। একারনে পিতা-মাতা পায়েলকে বকাঝকা করে। এই অভিমানে স্কুল ছাত্রী পায়েল চৌধুরী পিতা-মাতার উপর ক্ষুব্দ হয়ে তাদের অনুপস্থিতে নিজ ঘড়ে সিলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে শুক্রবার রাতে আত্মহত্যা করে। বাড়ীর লোকজন স্কুল ছাত্রীকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মিরন হালদার পায়েলকে মৃত ঘোষনা করে। পুলিশের এসআই আলী হোসেন হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পায়েলের পিতা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। গতকাল শনিবার সকালে পোষ্টমর্টেমের জন্য লাশ বরিশাল মর্গে প্রেরন করে।