3:03 pm , February 4, 2023
বিশেষ প্রতিবেদক ॥ বরিশাল বাংলাদেশের দ্বিতীয় শিল্প ও বাণিজ্যিক হেডকোয়ার্টার হবে। দূষণমুক্ত শিল্পকারখানা স্থাপন হবে আমাদের আগামী শৈল্পিক বিপ্লব। এভাবেই বরিশাল বিসিককে গুরুত্ব দিয়ে বরিশাল জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ন এমপি বলেন, বরিশাল ঢাকার নিকটতম দ্বিতীয় হেডকোয়ার্টার হবে। ইপিজেড স্থাপন প্রক্রিয়াধীন আছে, ভোলা থেকে গ্যাস অবশ্যই আসবে। শিল্পনগরী হবে বরিশাল। শিল্পমন্ত্রী বলেন, আমরা এই সম্ভাবনাগুলোই যাচাই করছি। আমরা এখান থেকে কুয়াকাটা যাবো, পটুয়াখালী বিসিকেও একটি মতবিনিময় সভা রয়েছে। বরিশাল তথা দক্ষিণাঞ্চলের জন্য পদ্মা সেতুর সুফল খুব দেরী নয়।
শনিবার সকাল সাড়ে এগারোটায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক, ব্যাবসায়ীক প্রতিনিধিদের সাথে বরিশাল জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় এসময় বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। মতবিনিময় সভায় বরিশাল বিসিক সংক্রান্ত আলোচনার সূত্র ধরে মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বিসিকের সাথে তার দ্বন্দ্ব কেন ও কি নিয়ে তা স্পষ্টভাবে তুলে ধরে বলেন, আমি বরিশালের উন্নয়নের জন্য সবকিছু করতে পারি। আমাকে ভালোবাসা দিয়ে সবকিছু করানো যায়।
এসময় বরিশালের বিভাগীয় কমিশনার বরিশাল আমিন উল আহসান, বিসিক চেয়ারম্যান মুহাম্মদ মাহবুবুর রহমান, পরিকল্পনা কমিশনের সদস্য আবদুল বাকী, শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা, বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোঃ ইউনুসসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। বরিশালের জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ডিআইজি এসএম আক্তারুজ্জামান, পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলামসহ অতিথিবৃন্দ।