3:01 pm , February 4, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা বরিশাল আঞ্চলিক শাখার উদ্যোগে অসহায় দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার সম্পাদক কাজী মিরাজ মাহমুদ।
শের-ই বাংলা সড়ক ২৮ নং ওয়ার্ড বিসিসি কাশিপুর সংস্থার নিজ কার্যালয়ে শনিবার সকাল ১১টায় অসহায় দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন শহিদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার সম্পাদক কাজী মিরাজ মাহমুদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের (অবসর প্রাপ্ত) শিক্ষক শাহ জাহান সিদ্দিকি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তা ও বিশিষ্ট সমাজসেবক এম এমদাদুল ইসলাম দুলাল, বিশিষ্ট সমাজসেবক এম এ আলম রানা, জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা বরিশাল জেলার সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা বরিশাল জেলার সহ-সভাপতি আল-আমিন হাওলাদারসহ অন্যান্য অতিথিবৃন্দ। বাংলাদেশ ব্যাংক ও মধুমতি ব্যাংক লিঃ এর সহযোগিতায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রায় ২০০ জন দৃষ্টি প্রতিবন্ধীদের মধে কম্বল বিতরণ করা হয়।