নগরীতে অসহায় দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ নগরীতে অসহায় দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ - ajkerparibartan.com
নগরীতে অসহায় দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

3:01 pm , February 4, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা বরিশাল আঞ্চলিক শাখার উদ্যোগে অসহায় দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার সম্পাদক কাজী মিরাজ মাহমুদ।
শের-ই বাংলা সড়ক ২৮ নং ওয়ার্ড বিসিসি কাশিপুর সংস্থার নিজ কার্যালয়ে শনিবার সকাল ১১টায় অসহায় দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন শহিদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার সম্পাদক কাজী মিরাজ মাহমুদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের (অবসর প্রাপ্ত) শিক্ষক শাহ জাহান সিদ্দিকি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তা ও বিশিষ্ট সমাজসেবক এম এমদাদুল ইসলাম দুলাল, বিশিষ্ট সমাজসেবক এম এ আলম রানা, জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা বরিশাল জেলার সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা বরিশাল জেলার সহ-সভাপতি আল-আমিন হাওলাদারসহ অন্যান্য অতিথিবৃন্দ। বাংলাদেশ ব্যাংক ও মধুমতি ব্যাংক লিঃ এর সহযোগিতায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রায় ২০০ জন দৃষ্টি প্রতিবন্ধীদের মধে কম্বল বিতরণ করা হয়।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT