3:40 pm , February 3, 2023

= জুম্মাবার =
বিশেষ প্রতিবেদক ॥ দাওয়াত দেয়ার কাজ সবার জন্য নয়। কোরআন হাদিস ঠিকমতো জানেন না এমন কারো জন্য দাওয়াতী হবার হুকুম নেই। দাওয়াত দেয়ার আগে নিজের ঘর ঠিক করুন। নিজেকে শুদ্ধ করুন। হালাল হারাম বিচার করুন, আপনার সন্তান সঠিকভাবে ইসলামের পথে আছে কিনা তা দেখুন। নিজের জাহান্নামে যাওয়ার পথ আগে বন্ধ করতে হবে। তারপর পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজনের মাঝে আগে পরিশুদ্ধ ইসলামের চর্চা করতে হবে। তারপর অপরকে ইসলামের দাওয়াত দিলে সেটা হবে পরিপূর্ণ ইসলামের আদর্শের অনুসরণ। এভাবেই জুম্মাবারের আলোচনা শুরু করেন দিনারের পুল সংলগ্ন কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম মাওলানা আব্দুর রহিম। তিনি তার বক্তব্যের স্বপক্ষে পবিত্র কোরআনের সূরা হাশ্?র আয়াত ১৮ এর উদ্ধৃতি তুলে ধরেন। যেখানে আল্লাহ বলেছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহ তা’আলাকে ভয় করো। প্রত্যেক ব্যক্তির উচিত, আগামী কালের জন্যে সে কি প্রেরণ করে, তা চিন্তা করা। আল্লাহ তা’আলাকে ভয় করতে থাক। তোমরা যা কর, আল্লাহ তা’আলা সে সম্পর্কে খবর রাখেন।
বরিশালের সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের খেয়াঘাট থেকে দিনারের পুল এক কিলোমিটার সড়কের দুপাশে প্রায় ৮/১০টি মসজিদ রয়েছে। যার কয়েকটি আবার সড়কের জন্য বাঁধা হয়ে দাঁড়িয়ে আছে। সব মসজিদেই আলোচনার মূল বিষয় শবে মেরাজ ও নবী করিম (সাঃ) এর নবুওয়াত প্রাপ্তির সময়কাল। একই ধারাবাহিকতায় দিনারের পুল কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম মাওলানা আব্দুর রহিম শবে মেরাজ নিয়ে আলোচনা শেষে বলেন, ইসলাম খুব সহজ কিন্তু আমল করা মারাত্মক কঠিন। আপনারা সঠিকভাবে ইসলামের বিধিমালা মেনে চলুন। না জানলে পবিত্র কোরআনের অনুবাদ পড়ুন ও সত্যিকারের আলেমের থেকে বুঝে নিন। যার তার কাছ থেকে কোরআনের জ্ঞান নেবেন না। এ বিষয়ে আগামী জুম্মায় আবার আলোচনা করবো ইনশাআল্লাহ।