3:39 pm , February 3, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাসের বোন হাসিনা বেগম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৫ বছর। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমার জানাজা শুক্রবার বাদ জুম্মা নজরুল বিশ্বাসের বাড়ীতে অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আনিসুর রহমান স্বপন, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি স্বপন খন্দকার, বিএনপি নেতা এ্যাড. নজরুল ইসলাম রাজনসহ সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গনমান্য ব্যক্তিবর্গ। পরে মরহুমাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
সভাপতির বোনের মৃত্যুতে শোক জানিয়েছে বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক মিথুন সাহাসহ নেতৃবৃন্দ। শোকজানিয়ে মরহুমার রুহের শান্তি কামনা করেছেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের কাজী নাসির উদ্দিন বাবুল ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনসহ সকল সদস্যবৃন্দ। মরহুমার বিদায়ী আত্মার মাগফেরাত এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনিরুল আলম স্বপন সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সহ সকল সদস্যবৃন্দ। গভীর শোক প্রকাশ করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।