বোরহানউদ্দিনে ভাই ও ভাতিজাদের হামলায় ছোট ভাই আহত বোরহানউদ্দিনে ভাই ও ভাতিজাদের হামলায় ছোট ভাই আহত - ajkerparibartan.com
বোরহানউদ্দিনে ভাই ও ভাতিজাদের হামলায় ছোট ভাই আহত

3:23 pm , February 3, 2023

ভোলা অফিস ॥ বোরহানউদ্দিনে জমিজমার বিরোধকে কেন্দ্র করে বড় ভাই ও ভাতিজাদের হামলায় গুরুতর আহত ছোট ভাই হাসপাতালে চিকিৎসাধিন। থানায় মামলা দায়ের, আসামী গ্রেফতার করতে পারেনি পুলিশ। আহত এবং মামলার সুত্রে জানাযায়,উপজেলার টবগী ইউনিয়ন ৪নং ওয়ার্ডের হাওলাদার বাড়ির জয়নাল আবেদীন নফু হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। জয়নাল আবেদীন নফু হাওলাদার এর দুই ছেলে মো: হেলাল উদ্দিন নয়ন ও আখি হাওলাদারের মধ্যে জমি ভোগ দখল নিয়ে দীর্য দিন ধরেই বিরোধ চলছে। হেলাল উদ্দিন নয়ন,তার স্ত্রী শিরিনা বেগম, দুই ছেলে তামিম,মো: রিফাতসহ কয়েকজনসহ অতর্কিত হামলা চালায়। আহত আখি হাওলাদার অভিযোগ করে আরো বলেন, আমি আমার চাচা সেলিম হাওলাদার থেকে ১২ শতাংশ জমি ক্রয় করি, আমার ক্রয় করা জমিতে গেলে আমার ভাই নয়ন মেলেটারি ও তার ছেলে তামিম, রিফাত, আমার ভাবি শিরিনা বেগমসহ কয়েকজন আমাকে হত্যার উদ্দেশ্যে রড ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। হামলা চালিয়ে পাশে থাকা খালের মধ্যে ফেলে দেয়। হত্যার উদ্দ্যেশ্য নিয়ে পানিতেও হামলা চালায়। পরে স্থানীয়রা উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ভর্তি করে। এ ঘটনায় আঁখি হাওলাদার বাদি হয়ে বোরহানউদ্দিন থানায় মামলা করেন। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত ইনচার্জ ওসি মনির হোসেন মিয়া বলেন- অভিযোগ নিয়েছি, আসামী ধরার জন্য চেষ্টা চলমান।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT