জাপার রূহুল আমিন পরিবারকে বয়কটের আহ্বান জাসদ নেতার জাপার রূহুল আমিন পরিবারকে বয়কটের আহ্বান জাসদ নেতার - ajkerparibartan.com
জাপার রূহুল আমিন পরিবারকে বয়কটের আহ্বান জাসদ নেতার

3:16 pm , February 3, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় যুগ্ন সাধারন সম্পাদক মোহাম্মদ মোহসীন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল- ৬ (বাকেরগঞ্জ) আসনে জাতীয় পার্টির কো চেয়ারম্যান এমবিএম রূহুল আমিন হাওলাদারের পরিবারকে বয়কটের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, পটুয়াখালীর দুমকি উপজেলার এই পরিবারটি বাকেরগঞ্জবাসীর ওপর চেপে বসেছেন। তারা আওয়ামী লীগের ওপর ভর করে বার বার নির্বাচনী বৈতারীনি পাড় হচ্ছেন। এতে শুধু রূহুল আমিনের পরিবারের উন্নতি হচ্ছে। উন্নয়নবঞ্চনায় ভুগছেন বাকেরগঞ্জবাসী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ চলছে উন্নয়নের মহাসড়কে। অন্যদিকে বাকেরগঞ্জ রয়েছে উন্নয়নের তলানীতে। স্থানীয় সংসদ সদস্যের ব্যর্থতার জন্য আজ বাকেরগঞ্জের এই হাল হয়েছে। শুক্রবার বিকালে লক্ষীপাশা বাজার প্রাঙ্গনে কবাই ইউনিয়ন জাসদের সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন মোহাম্মদ মোহসীন।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা সভাপতি অ্যাডভোকেট আব্দুল হাই মাহবুব, বাকেরগঞ্জ উপজেলা জাসদ সভাপতি এনায়েত হোসেন খান ছানা, জাতীয় যুবজোট নেতা আফজাল হোসেন বাচ্চু, উপজেলা জাসদ সাধারন সম্পাদক এইচএম সহিদুল ইসলাম ও দুধল ইউনিয়ন জাসদ সভাপতি মো. গোলাম মোস্তফা। সভাপতিত্ব করেন জাসদ নেতা মো. সহিদুল ইসলাম।
প্রসঙ্গত, একাদশ সংসদ নির্বাচনে বরিশাল- ৬ (বাকেরগঞ্জ) আসনে মহাজোটের সমর্থনে সংসদ সদস্য হয়েছেন রূহুল আমিন হাওলাদারের স্ত্রী জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান রতœা আমিন। এর আগে ছিলেন রুহুল আমিন হাওলাদার।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT