হিজলায় দুই বোনকে পিটিয়ে আহত হিজলায় দুই বোনকে পিটিয়ে আহত - ajkerparibartan.com
হিজলায় দুই বোনকে পিটিয়ে আহত

3:57 pm , February 2, 2023

হিজলা প্রতিবেদক ॥ হিজলা উপজেলায় জমি নিয়ে বিরোধে দুই বোনকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল ১১ টার সময় উপজেলার মেমানিয়া ইউনিয়নের বারুইয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত মৃত রহমান কাজীর দুই মেয়ে কহিনুর (৪০) ও সাহিনুর বেগমকে (৩৫) মারধর করা হয়। এতে গুরুতর আহত সাহিনুর বেগমকে হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত কহিনুর বেগম জানায়, তার বাবা রহমান কাজীর রেখে যাওয়া জমি চাষ করে সয়াবিন রোপন করে গত সপ্তাহে। গতকাল তাদের জমিতে প্রতিপক্ষরা পাবে বলে একই ইউনিয়নের ইউপি সদস্য সামীম হাওলাদার, বাউশিয়া গ্রামের ইউনুস সরদার, চিড়াখোলা গ্রামের ছালাউদ্দিন চৌকিদার সহ প্রায় ২০ হতে ৩০ জনের মত দখল করতে আসে। তারা আমাদের রোপন করা সয়াবিনের মধ্যে ট্রাকটর দিয়ে নষ্ট করছে। তখন আমি ও আমার বোন বাধা দিলে আমাদের মারধর করে। এ ঘটনায় ইউপি সদস্য শামীম হাওলাদার জানায়, তাকে ইউনুস সরদার ফোন দিয়ে নিয়েছে। তিনি কহিনুর কিংবা সাহিনুরকে মারধর করেনি। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউনুস আলী জানায়, এই সংবাদ পেয়ে তৎক্ষনিক সেখানে পুলিশ পাঠানো হয়েছে।ভুক্তভোগীরা অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT