3:56 pm , February 2, 2023

এস মিজানুল ইসলাম, বানারীপাড়া ॥ অবশেষে বানারীপাড়া সবজি ও মাছ ব্যবসায়ীদের কর্মবিরতি স্থগিত হয়েছে। বুধবার থেকে ঐতিহ্যবাহী বানারীপাড়া বন্দর বাজারের সবজি ও মাছ ব্যবসায়ীরা কেনা ও বিক্রি বন্ধ করে দেয়। এতে ক্রেতারা বিপাকে পড়েন। সম্প্রতি সবজি ও মাছ মাংসের দোকান পৌরসভার ভেরিবাধ এলাকায় স্থানান্তরে জন্য স্থান নির্ধারণ করে স্থানীয় এমপি মোঃ শাহে আলম। পৌর মেয়র এ্যাড: সুভাষ চন্দ্র শীল সহবাজার কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সুব্রত লাল কুন্ড, সম্পাদক মোঃ মনির হোসেন আশরাফি এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। পরে পৌর মেয়র এবং ব্যবসায়ী সমিতির সিদ্ধান্ত অনুযায়ী কাঁচা বাজারের কতিপয় ব্যবসায়ীরা ভেরিবাধ এলাকায় সন্ধ্যায় কাঠ ও খুটি নিয়ে দোকানের সীমানা নির্ধারণ করার জন্য কাজ শুরু করে। একটি মহল ওই ব্যবসায়ীরা জমি দখল করছে অভিযোগ করে প্রশাসনকে দিয়ে হেনস্থা করিয়েছে। এজন্য বুধবার ব্যবসায়ীরা সবজি ও মাছ বাজার বন্ধ করে দেয়।
বিষয়টির সমাধানের জন্য বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সুব্রত লাল কুন্ড, সম্পাদক মোঃ মনির হোসেন আশরাফি, উপজেলা মৎস্য লীগের সভাপতি ইপি সদস্য সুধির রঞ্জন, সত্য সরকার, নান্টু হালদার এবং পৌর কাউন্সিলর বৃন্দে চেস্টা করেন।
এসময় কতিপয় অতি উৎসাহীদের সাথে বাকবিতন্ডা একপর্যয়ে হাতাহাতির উপক্রম হয়। উপস্থিত নেত্রীবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় । ওইদিন বিকেলে পৌরসভায় মেয়রের সাথে এক মতবিনিম সভায় পরিস্থিতির সমাধান ঘটে। বৃহস্পতিবার ব্যবসায়ীরা তাদের সিদ্ধান্ত প্রত্যহার করে পুনরায় ব্যবসায়িক কার্যক্রম শুরু করে।