3:55 pm , February 2, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ সদর উপজেলার কর্ণকাঠী থেকে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার রাত আটটায় এ অভিযান করা হয়। আটককৃতরা হলো- নলছিটি উপজেলার দপদপিয়া সিকদার বাড়ীর আমির সিকদারের ছেলে রাজিব সিকদার (৩৪) ও রূপাতলী পল্লী বিদ্যুৎ এর সামনে নির্মাণাধীন ভবনের ব্যাংকার সবুজ হাওলাদারের বাসার কেয়ার টেকার জাহিদ মাতব্বর (৪৮)।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানাধীন আনন্দ বাজারের পূর্ব পাশে মোল্লা সড়কে অভিযান করা হয়। এ সময় ২০পিস ইয়াবাসহ দুই জনকে আটক করা হয়েছে।