3:49 pm , February 2, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর রুপাতলী এলাকার বাসিন্দা নিখোঁজ মো. শাহিন মোল্লার সন্ধান ৮ দিনেও পাওয়া যায়নি। তার সন্ধান না পাওয়ায় স্বজনরা দিশেহারা হয়ে পড়েছেন। এ ঘটনায় নিখোঁজ মোঃ শাহিন মোল্লার বোন শিরিন আক্তার মুন্নি সোমবার (৩০ জানুয়ারী) রাতে বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। নিখোঁজ মোঃ শাহিন মোল্লার মোঃ এনামুল হক রুপাতলী এলাকার এমএ খালেক সড়কের বাসিন্দা। গত ২৭ জানুয়ারী রাত ৯ টা ১০ মিনিটের সময় বাসা থেকে বের হয়ে আর বাসায় ফেরেনি। এরপর থেকে নিখোঁজ রয়েছেন। এদিকে শিরিন আক্তার মুন্নি জানান, আমার ভাই শাহিন মোল্লা নিখোঁজ থাকায় এখন আমরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি। থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে তেমন কোন তৎপরতা চোখে পড়েনি। আমরা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছি। কোন সহৃদয়বান ব্যক্তি তার খোঁজ পেয়ে থাকলে (০১৭১১১৮৫৮২৫, ০১৭১১৮৭৩১৬২) মোবাইল নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানাচ্ছি। কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। নিখোঁজ ব্যক্তির সন্ধানের জন্য পুলিশ তৎপর রয়েছে।