দ্বিতীয় স্ত্রী হত্যায় স্বামীসহ প্রথম স্ত্রীর যাবজ্জীবন কারাদন্ড দ্বিতীয় স্ত্রী হত্যায় স্বামীসহ প্রথম স্ত্রীর যাবজ্জীবন কারাদন্ড - ajkerparibartan.com
দ্বিতীয় স্ত্রী হত্যায় স্বামীসহ প্রথম স্ত্রীর যাবজ্জীবন কারাদন্ড

3:47 pm , February 2, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ সাত মাসের অন্ত.স্বত্তা স্ত্রীকে হত্যা প্রথম স্ত্রী ও স্বামীকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে বরিশালের জেলা ও দায়রা জজ আদালত। পাশাপাশি উভয়কে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদ- দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিচারক একেএম রাশেদুজ্জামান রাজা এ রায় দেন। দ-িতরা হলো-বাকেরগঞ্জ উপজেলার নলুয়া ইউপির আফালকাঠি গ্রামের মজিদ ফকিরের ছেলে আল আমিন ফকির ও তার প্রথম স্ত্রী ফাতেমা বেগম। বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড. মামুন চৌধুরী বলেন, দ্বিতীয় স্ত্রী হত্যায় প্রথম স্ত্রী ও স্বামীর যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়েছে। রায় ঘোষনার সময় দ-িত স্বামী ও স্ত্রী এজলাসে উপস্থিত ছিলো।
হত্যার শিকার স্বামী পরিত্যক্তা এক সন্তানের জননী মাহিনুর বেগম একই গ্রামের বাসিন্দা আল আমিনের দ্বিতীয় স্ত্রী।
মামলার বরাতে বেঞ্চ সহকারী কামরুল ইসলাম যজানান, প্রথম স্ত্রী ফাতেমার অগোচরে স্বামী আল আমিন স্বামী পরিত্যক্তা মাহিনুর বেগমের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। ২০১৯ সালের দিকে উভয়ে বিয়ে করে। বিয়ের পর দ্বিতীয় স্ত্রী মাহিনুরের বাড়ীতে বাস করতো আল আমিন। দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রী ফাতেমা বেগম বাড়ীতে এসে প্রায়ই ঝগড়া করতো। এক পর্যায়ে মাহিনুরকে তালাক দেয়ার জন্য আল-আমিনকে চাপ দেয়। তালাক না দিলে ফাতেমা পিত্রালয়ে চলে যাওয়ার হুমকি দেয়। ফাতেমার যোগ সাজসে ২০২০ সালের ১৪ জুন রাতে সাত মাসের অন্তসত্ত্বা মাহিনুরকে ঘর থেকে ডেকে নিয়ে বাড়ি থেকে ৩০০ দুরে ভেরীবাধের পাশে নিয়ে কুপিয়ে হত্যা করে। পরদিন পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় মাহিনুরের প্রথম স্বামীর ঘরের সন্তান শফিকুল ইসলাম বাদী হয়ে মামলা করে। পুলিশ আল আমিনকে গ্রেপ্তার করে। সে আদালতে ১৬৪ ধারায় ও পুলিশের কাছে ১৬১ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেয়। জবানবন্দি গ্রহন ও তথ্য প্রমানের উপর ভিত্তি করে ২০২০ সালের ২৫ ডিসেম্বর বাকেরগঞ্জ থানার পরিদর্শক নকীব আকরাম হোসেন স্বামী ও প্রথম স্ত্রীকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট জমা দেয়। বিচারক ১৪ জনের স্বাক্ষ্য নিয়ে রায় দিয়েছেন।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT