3:46 pm , February 2, 2023
বিশেষ প্রতিবেদক ॥ মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক এবং সদস্য সচিব মীর জাহিদুল কবীর জাহিদ পৃথক বক্তব্যে বলেছেন, যেকোনো মূল্যে এই সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে হবে। এই দাবী এখন আর বিএনপির একার দাবী নয়, সর্বস্তরের মানুষের দাবী। বৃহস্পতিবার বরিশাল জিলাস্কুল মাঠ পরিদর্শনকালে নেতৃবৃন্দ এসব কথা বলেন। নেতৃবৃন্দ বলেন, আগামীকাল ৪ ফেব্রুয়ারী বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করতে আমরা সাধারণ মানুষের সর্বাত্মক অংশগ্রহণ আশা করছি। কেননা এ সরকারের প্রতিনিয়ত মূল্যবৃদ্ধির খেলায় জনগণ এখন দিশেহারা। এমনকি আওয়ামী লীগের নিজেদের লোকেরাও এখন এই সরকারের পতন চায়। তাই আমাদের এই বিভাগীয় সমাবেশ অবশ্যই সফল হবে এবং গত সমাবেশের মতো এবারও মহাসমাবেশে পরিণত হবে বলে দাবী করেন বিএনপি নেতৃবৃন্দ।
আগামী ৪ ফেব্রুয়ারী বরিশালসহ ২০ টি স্থানে একইসাথে ও একইসময়ে বিভাগীয় সমাবেশের আয়োজন করেছে বিএনপি। এ উপলক্ষে বরিশালে বিএনপির সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। অতিথি হিসেবে থাকবেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি ব্যারিস্টার শাজাহান ওমর বীরোত্তম, আলতাফ হোসেন চৌধুরী, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, মিডিয়া সেলের প্রধান জহির উদ্দিন স্বপনসহ বিভাগীয় ও জেলা নেতৃবৃন্দ। মাঠ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক এ্যাড. বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনোকুল ইসলাম টিপু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মেজবা উদ্দিন ফরহাদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এবায়েদুল হক চাঁন, মহানগর বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব এ্যাড. মীর জাহিদুল কবির জাহিদ, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান টিপু, দক্ষিন জেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন খান, সদস্য সচিব এ্যাড. আবুল কালাম শাহিন, উত্তর জেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মো. শহিদুল্লাহ, জেলা যুবদলের সাধারন সম্পাদক এ্যাড. এইচএম তছলিম উদ্দিন প্রমুখ।