বাংলা টিভির বরিশাল ব্যুরোর পদোন্নতি পেয়েছেন নাজমুল রিপন বাংলা টিভির বরিশাল ব্যুরোর পদোন্নতি পেয়েছেন নাজমুল রিপন - ajkerparibartan.com
বাংলা টিভির বরিশাল ব্যুরোর পদোন্নতি পেয়েছেন নাজমুল রিপন

4:01 pm , February 1, 2023

আগৈলঝাড়া প্রতিবেদক ॥ জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভিতে বরিশাল ব্যুরো ইনচার্জ হিসেবে পদোন্নতি পেয়েছেন তরুণ ও উদীয়মান সাংবাদিক এফ এম নাজমুল রিপন। রবিবার (২৯ জানুয়ারি) ২০২৩ তারিখে কর্তৃপক্ষের আদেশক্রমে মানব সম্পদ ও প্রশাসনিক বিভাগের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ ইমরুল কায়েস স্বাক্ষরিত পদোন্নতি পত্র প্রদান করেন বাংলা টিভির পরিচালক মীর শামস শান্তনু। এ সময় উপস্থিত ছিলেন নিউজ ইন চার্জ এম এম বাদশাহ। এফ এম নাজমুল রিপন ১৯৮৬ সালের ২৫ শে জুন বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ২০০১ সালে আগৈলঝাড়া বি এইচ পি একাডেমি থেকে এসএসসি,২০০৫ সালে আগৈলঝাড়া সারকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজ থেকে এইচএসসি ,গৌরনদী সরকারি কলেজ থেকে বিএ এবং ২০১৮ সালে বরিশাল সরকারি বিএম কলেজ থেকে মাস্টার্স পাস করেন। তিনি ২০১৭ সালে দৈনিক কলমের কন্ঠ পত্রিকার আগৈলঝাড়া উপজেলা প্রতিনিধি হিসেবে প্রথম সাংবাদিকতা পেশায় যুক্ত হন।পরবর্তীতে দৈনিক দখিনের খবর ও দৈনিক ঢাকা টাইমস পত্রিকাসহ বিভিন্ন পত্রিকার প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করেন।২০১৯ সালের ১৮ এপ্রিল আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলা বাংলা টিভির প্রতিনিধি হিসাবে যোগদান করেন।পরবর্তিতে ২০২০ সালের ২৬ জানুয়রি তিনি বরিশাল জেলা প্রতিনিধি হিসাবে পদোন্নতি পান। বর্তমানে এফ এম নাজমুল রিপন আগৈলঝাড়া প্রেসক্লাবের তথ্য ও প্রচার সম্পদক হিসাবে দ্বায়িত্বরত আছেন। বরিশাল ব্যুরো ইনচার্জ হিসেবে দায়িত্ব পেয়ে সর্বদা সৎ ও সাহসের সাথে দায়িত্ব পালনে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন এফ এম নাজমুল রিপন।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT