বোরহানউদ্দিনে রাতে ককটেল বিস্ফোরণ এলাকায় আতঙ্ক বোরহানউদ্দিনে রাতে ককটেল বিস্ফোরণ এলাকায় আতঙ্ক - ajkerparibartan.com
বোরহানউদ্দিনে রাতে ককটেল বিস্ফোরণ এলাকায় আতঙ্ক

3:57 pm , February 1, 2023

বোরহানউদ্দিন প্রতিবেদক ॥ বোরহানউদ্দিন উপজেলার পৌর ৪ নং ওয়ার্ডের আইডিয়াল স্কুল সংলগ্ন শহিদ খানের বাসার সামনে মেইন সড়কে ৩ টি ককটেল বিস্ফারণ হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে দুটি তাজা ককটেল উদ্ধার করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ। মঙ্গলবার রাত ১২ টা ১৫ মিনিটের সময় এ বিস্ফারণের ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। বিএনপির নেতাকর্মীরা ছাত্রলীগ নেতাকর্মীদের উপর ককটেল নিক্ষেপ করেছে ও ছাত্রলীগ নেতাকর্মীরা আহত হয়েছে এমন অভিযোগ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বাপ্পির। ছাত্রলীগের সাধারণ সম্পাদক বাপ্পি অভিযোগ করে বলেন, উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের কর্মীসভা শেষে নেতা কর্মীরা বাড়িতে যাওয়ার সময় বিএনপি নেতাকর্মীরা তাদের উপর ককটেল নিক্ষেপ করেন। এসময় বিএনপি ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। নিক্ষেপ করা ককটেলের মধ্যে ৩ টি বিস্ফোরণ হয়। ঘটনাস্থল থেকে দুটি তাজা ককটেল উদ্ধার করেন পুলিশ। পরে পৌর ৪নং ওয়ার্ড কাউন্সিলর সালাউদ্দিন পঞ্চায়েত, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর জোয়েব হাসান, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা যুবলীগ সভাপতি তাজউদ্দিন খান, উপজেলা ছাত্রলীগ সভাপতি মুন্নাসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা ঘটনাস্থলে জরো হয়। অন্যদিকে ককটেল নিক্ষেপকারী কাউকে খুজে পাওয়া যায়নি। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন মিয়া জানান, রাতে বিস্ফোরণের শব্দ শুনতে পাই। ঘটনাস্থলে যাই। সেখানে অবিস্ফোরিত ২ টি ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় বিস্ফারক আইনে একটি মামলা হয়েছে।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT