3:54 pm , February 1, 2023
পরিবর্তন ডেস্ক ॥ বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এমপি।‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল’ স্লোগান নিয়ে গতকাল বুধবার সকালে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৯৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন তিনি।সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক মো. এবায়দুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রূম্পা সিকদার ও মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষ ভাগে মনোজ্ঞ কুচকাওয়াজ এবং শরীর চর্চা প্রদর্শনী উপভোগ করেন অতিথিরা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।