3:53 pm , February 1, 2023
বিশেষ প্রতিবেদক ॥ চরমোনাই থেকে মেহেন্দিগঞ্জ প্রধান সড়কটি বাদ দিলে এলাকার প্রায় সব সড়কেরই বেহাল দশা। বিশেষ করে নদী-তীরবর্তী সড়কগুলোর অবস্থা খুবই খারাপ। গ্রামের ভিতরে যত প্রবেশ করা যায়, ততোই চোখে পড়ে মাটির এঁদোকাদার সড়ক। দু-একটি হেরিংবোন রয়েছে বটে তবে তা এখন এবরো-থেবড়ো পিরামিড। কোথাও পিচঢালা সড়কের অর্ধেক ভেঙে পড়েছে খাল কিম্বা নদীতে। এলাকাবাসী কারো কারো অভিযোগ, রাজনৈতিক কারণে ও ভিন্ন মতাবলম্বী হওয়ায় কোনো মন্ত্রণালয়ের সহযোগিতা আসেনা। আবার কেউ কেউ বলছেন, আমাদের চেয়ারম্যানই কোনো কাজ করতে আগ্রহী নয়। এলাকার জনগণের সেবা নয় তারা ওয়াজমাহফিলের জন্য স্থান বৃদ্ধি ও ভক্তদেরসেবা দিতেই বেশি ব্যস্ত। সরজমিনে বুধবার বরিশালের সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বুখাইনগর, শালুকা, নলচর, বিশ্বাসের হাট এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে। তবে বিশ্বাসের হাট থেকে চরমোনাই মাদ্রাসা পর্যন্ত এলাকায় মেহেন্দিগঞ্জ সড়কের দুপাশে এখন চলছে মাহফিলের জন্য সামিয়ানা ও ষ্টল বসানোর জন্য মাইলের পর মাইল এলাকায় বাঁশের খুটি গেড়ে জায়গা দখল এবং পানির লাইন বসানোর জন্য প্রধান সড়কের পাশে খনন কাজ চলতে দেখা গেছে। বিশ্বাস বাজার থেকে একটু এগিয়ে হাতের ডানের সরু পিচঢালা পথটি প্রথমে আনন্দিত করলেও একটু এগিয়েই চোখে পড়ে নদী ভাঙনের শিকার হয়ে হারিয়েছে তার সৌন্দর্য। খানাখন্দের সাথে যুদ্ধে কয়েকবার নামাওঠা করে পৌঁছানো গেল বুখাইনগরের নোমর হাট। এখানে ঘাটহীন খেয়ায় ওপারে শালুকা মীরা বাড়ি ও সিকদার বাড়ির পথ দেখে চমকে উঠতে হয়। ডিজিটাল বাংলাদেশের বিদ্যুৎ এসে পৌছেছে বটে তবে সড়ক নেই কোথাও গ্রামবাসীর চলাচলে। এটি চরমোনাই ৩ নং ওয়ার্ড। মেম্বার কামাল জানালেন, এদিকটায় কখনোই আসেননি আমাদের সংসদ সদস্য পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্ণেল অবঃ জাহিদ ফারুক। যদিও বুখাইনগরের ডিঙ্গামানিক এলাকার ৪ নং ওয়ার্ড মেম্বার হেলাল জানালেন, আমাদের চেয়ারম্যানের কোন দোষ নেই। ভিন্ন দলের লোক হওয়ায় সরকার দলীয় লোকদের কোন সহযোগিতাই তিনি পাননা। ডিঙ্গামানিক এলাকায় শেষ সীমানায় প্রধান সড়কের সাথে সংযুক্ত বুখাইনগর হাইস্কুল ও প্রাথমিক বিদ্যালয়ের সড়কটি শিক্ষার্থীদের জন্য হুমকী হবে দূর্ঘটনার জন্য অপেক্ষা করছে আগামী বর্ষার। কেননা এপথ একটু বৃষ্টি হলেই বড়দের চলাচল কষ্টকর হয়ে ওঠে। পা পিছলে সোজা খালে গিয়ে পরেছেন এমন ঘটনার কথা জানালেন এলাকাবাসী হাফিজ ও সেকান্দর। এরচেয়েও খারাপ অবস্থা নলচরের। ওখানে প্রতিটি সড়কেই আজো মাটির প্রলেপ শুধু জানালেন ১ নং ওয়ার্ড নলচরের মেম্বার আব্দুর রব। চরমোনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জিয়াউল করিম এ বিষয়ে কোনো কথা বলতে রাজী হননি। তিনি ফাল্গুনী মাহফিলের আয়োজনে ব্যস্ত বলে জানালেন ইউনিয়ন পরিষদের এক সদস্য। কয়েকবার ফোন করলেও তা রিসিভ করেননি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, ডিংগামানিক ও শালুকা সড়কের আইডি নম্বর আমার কাছে রয়েছে। খুব শিঘ্রই এই বিষয়ে ব্যবস্থা নিচ্ছি।