বরিশাল আইনজীবী সমিতির নির্বাচন বর্জন ও প্রতিহতের হুঁশিয়ারী বিএনপির বরিশাল আইনজীবী সমিতির নির্বাচন বর্জন ও প্রতিহতের হুঁশিয়ারী বিএনপির - ajkerparibartan.com
বরিশাল আইনজীবী সমিতির নির্বাচন বর্জন ও প্রতিহতের হুঁশিয়ারী বিএনপির

3:48 pm , February 1, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ সাত দফা দাবী পূরন না হলে বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচন বর্জন ও প্রতিহতের হুশিয়ারী দিয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী ও আইনজীবী নেতারা। বুধবার দুপুরে আইনজীবী সমিতি ভবনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ হুশিয়ারী দিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা কমিটি। বৃহস্পতিবার বিকালের মধ্যে এই দাবি পূরণ না হলে নির্বাচন বর্জন করবে বলে জানিয়েছেন নীল দলের সাধারন সম্পাদক প্রার্থী এ্যাড. আবুল কালাম আজাদ ইমন।
প্রধান নির্বাচন কমিশনার গোলাম মাসউদ বাবলু বলেন, আইনজীবী সমিতির নির্বাচনে কোন দল বা প্যানেল নেই। নির্বাচনে প্রার্থীরা নিজ নিজ উদ্যোগে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রার্থীরা পুলিং এজেন্টের দাবী করেছে কিন্তু ২৪ জন প্রার্থীর পুলিং এজেন্ট বসার স্থান দেয়ার মতো ব্যবস্থা নেই।
সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরিশাল জেলা ইউনিটের সভাপতি মহসিন মন্টু বলেন, ঐতিহ্যবাহী বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে আগামী ৩/৪ বছর ধরে অনিয়ম হচ্ছে। অতীতে একটি দলের পক্ষে ভোট দিতে বাধ্য করা, নির্দিষ্ট প্রার্থীকে ভোট প্রদানের অভিযোগ রয়েছে। তাছাড়া ব্যালটে সিল দেওয়ার পর তা বাক্সে ফেলার আগে ব্যালট পেপার দেখাসহ নানা অভিযোগ রয়েছে। তাই সাত দফা দাবী জানানো হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দাবী পূরণ না হলে নির্বাচন বর্জন ও প্রতিহত করা হবে।
বিএনপি সমর্থিত সাধারন সম্পাদক প্রার্থী এ্যাড. আবুল কালাম আজাদ ইমন একই  হুশিয়ারী দিয়ে বলেন, মনোনয়ন পত্র জমা দেয়ার সময় সাত দফা দাবীর স্মারকলিপি দেয়া হয়েছিলো। সেই সময় প্রধান নির্বাচন কমিশনার দেশে ছিলেন না। তার পক্ষে নির্বাচন উপ-পরিষদ সদস্য এ্যাড. কাইউম খান কায়সারের  কাছে স্মারকলিপি দেয়া হয়েছে। এছাড়া সমিতির বর্তমান সভাপতি এ্যাড. লস্কর নুরুল হকের সাথে সাক্ষাৎ করে সাত দফা দাবী জানানো হয়েছিলো।
তাদের সাত দফা দাবী হলো-শহীদ আবদুর রব সেরনিয়াবাত আইনজীবী এনেক্স ভবনে বা জেলা জজ আদালতের সামনে মাঠে ভোট গ্রহণ, স্মার্টফোন নিয়ে ভোটকক্ষে প্রবেশ না করা ও সিসি ক্যামেরা স্থাপন, দুইজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পর্যবেক্ষক হিসেবে রাখা, কোন দলের নেতার নির্বাচনী কক্ষে প্রবেশ না করা, ভোটকক্ষের দরজা-জানালা বন্ধ রেখে ভোটগ্রহণ না করা, সভাপতি, সম্পাদক ও অর্থ সম্পাদক প্রার্থীর পক্ষে কমপক্ষে একজন নির্বাচনী এজেন্ট দেওয়া অথবা ওই প্রার্থীরা নিজেদের এজেন্ট নিজেই হতে পারে সেই ব্যবস্থা করা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাড. বিলকিস জাহান শিরিন, আবদুর রশিদ খান, আলী হায়দার বাবুল, মজিবর রহমান নান্টু, নাজিম উদ্দিন আহম্মেদ পান্না, জাতীয়তবাদী আইনজীবী ফোরামের বরিশাল জেলার সাধারণ সম্পাদক, আবুল কালাম আজাদ, মীর জাহিদুল কবির জাহিদ, সাদেকুর রহমান লিংকন, আবুল কালাম আজাদ ইমন, এনায়েত বাচ্চু, এইচএম তসলিম উদ্দিন ও হাফিজ আহম্মেদ বাবলুসহ অন্যান্য আইনজীবীরা।
প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. গোলাম মাসউদ বাবলু আরো জানান, আগামী ৯ ফেব্রুয়ারী ভোট হবে। এতে ১১ পদে ২৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার রয়েছেন ৯৯৬ জন।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT