মীরগঞ্জ ফেরিঘাটে হত্যা মামলার আসামী গ্রেপ্তারে গিয়ে আহত দুই পুলিশ সদস্য মীরগঞ্জ ফেরিঘাটে হত্যা মামলার আসামী গ্রেপ্তারে গিয়ে আহত দুই পুলিশ সদস্য - ajkerparibartan.com
মীরগঞ্জ ফেরিঘাটে হত্যা মামলার আসামী গ্রেপ্তারে গিয়ে আহত দুই পুলিশ সদস্য

3:57 pm , January 31, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ মুলাদী উপজেলায় হত্যা মামলার আসামিকে গ্রেপ্তারে গিয়ে তার স্বজনদের সঙ্গে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দুই সদস্যের ‘হাতাহাতি’ ও ‘ধস্তাধস্তির’ ঘটনা ঘটেছে। উপজেলার মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনার সময় আসামি পালিয়ে গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
আহতরা হলেন-সিআইডির এসআই রুহুল আমিন ও কনস্টেবল আব্দুল হাকিম। আসামি আব্বাস হাওলাদার মুলাদী উপজেলার চর কমিশনার এলাকার রব হাওলাদারের ছেলে। ওই গ্রামেরই একটি হত্যা মামলার আসামি তিনি। সিআইডির এসআই রুহুল আমিন জানান, গত বছরের ২৪ মে সকালে মুলাদীর চর কমিশনার গ্রামের ঘেরের পাশে স্থানীয় মনির হাওলাদার (২২) নামের এক ব্যক্তিকে চোখ তুলে ও গলাকেটে হত্যা করা হয়। পরে তার লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহত মনিরের ছোট ভাই পারভেজ হাওলাদার বাদী হয়ে ১১ জনকে আসামি করে মুলাদী থানায় একটি হত্যা মামলা করেন। মামলাটি তদন্তের জন্য গত ৪ জুলাই দায়িত্ব পায় সিআইডি।
ঘটনার বর্ণনায় রুহুল বলেন, ওই মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে সন্দেহভাজন আসামি আব্বাস হাওলাদারকে গ্রেপ্তারের জন্য অবস্থা পর্যবেক্ষণ করতে মীরগঞ্জ ফেরিঘাটের পন্টুনে তিনি ও কনস্টেবল আব্দুল হাকিম অবস্থান নেন।
এ সময় আব্বাসের স্বজনরা তাদের পরনে সিআইডির জ্যাকেট দেখে ঘিরে ধরে। তখন তাদের সঙ্গে ‘ধস্তাধস্তিতে’ তিনি ও কনস্টেবল আব্দুল হাকিম সামান্য আহত হন।
এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি জানিয়ে এসআই রুহুল আমিন বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে সিদ্বান্ত নেবেন।
নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শীরা বলেন, আব্বাস হাওলাদারকে গ্রেপ্তারে অভিযান চালায় সিআইডি পুলিশ। এ সময় আব্বাসের ভাইসহ তার ৬/৭ জন বন্ধু গিয়ে সিআইডিকে বাঁধা দেয়। এ সময় তাদের সঙ্গে সিআইডির হাতাহাতি ও ধস্তাধস্তি হয়। এ সুযোগে আসামি আব্বাস পালিয়ে যায় এবং পুলিশের পক্ষ হয়ে স্থানীয়রা এগিয়ে গেলে আব্বাসের ভাই ও বন্ধুরাও পালিয়ে যায়। স্থানীয়দের ভাষ্য ধস্তাধস্তিতে সিআইডি পুলিশের এসআই রুহুল আমিন হাতে ‘সামান্য জখম’ হয়েছে। আর কনস্টেবলও ‘সামান্য আহত’ হয়।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT