লঞ্চের ধাক্কায় নিখোঁজ জেলের মৃত্যুর ঘটনায় মামলা লঞ্চের ধাক্কায় নিখোঁজ জেলের মৃত্যুর ঘটনায় মামলা - ajkerparibartan.com
লঞ্চের ধাক্কায় নিখোঁজ জেলের মৃত্যুর ঘটনায় মামলা

3:56 pm , January 31, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ মেহেন্দিগঞ্জের চর শেফালী লঞ্চঘাট এলাকায় এমভি প্রিন্স অব রাসেল লঞ্চের ধাক্কায় জেলের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। সোমবার দিনগত রাতে মেহেন্দিগঞ্জ থানায় মামলা করা হয়েছে বলে নৌ-পুলিশ জানিয়েছে।
নৌ-পুলিশের মেহেন্দিগঞ্জের কালিগঞ্জ ফাড়ির পরিদর্শক মো. ফারুক হোসেন বলেন, সোমবার ভোর রাতে ঘন কুয়াশার কারনে কালাবদর নদীর চরশেফালী লঞ্চঘাটে ভিড়তে গিয়ে ঢাকা থেকে ভোলার বোরহানউদ্দিন গামী লঞ্চ প্রিন্স অব রাসেল- ৫ জেলেদের নৌকার উপর উঠিয়ে দেয়। এ সময় পাঁচটি ইঞ্জিনচালিত নৌকা দুমড়ে-মুচড়ে যায়। জেলেরা নদীতে ঝাঁপিয়ে প্রানে বাঁচলেও দুইজন নিখোঁজ হয়। এ ঘটনার পর বিকেলে নিখোঁজ জেলে বাকের সিকদারের লাশ উদ্ধার হয়। সে হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাহেরচর গ্রামের আব্দুর রাজ্জাক সিকদারের ছেলে। এখনো নিঁখোজ রয়েছেন জেলে বাকি উল্লাহ সিকদার (৪০)।
পরিদর্শক ফারুক আরো জানান, এ ঘটনায় মৃত জেলে বাকেরের ভাই কামাল হোসেন বাদী হয়ে মামলা করেছেন। মামলায় এমভি প্রিন্স অব রাসেল লঞ্চের মাষ্টারসহ নামধারী চারজনকে আসামী করা হয়েছে। তাদের বিরুদ্ধে বেপরোয়া গতিতে অবহেলার সহিত নৌযান চালনা করে মৃত্যু ঘটানো ও ক্ষতিসাধন করার অভিযোগ আনা হয়েছে।
মামলার আসামীরা হলো-মো. আবুল কাসেম, মজিবর রহমান, মো. করিম ও মাসুদুল হক।
মামলার তদন্তকারী কর্মকর্তা আসাদুল আল গালিব বলেন, মঙ্গলবার মৃত জেলের ময়না তদন্ত সম্পন্ন করা হয়েছে। দুপুরের পর তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসআই গালিব আরো জানান, অপর জেলে এখনও নিখোঁজ রয়েছে। তার সন্ধানে বুধবার অভিযান করা হবে। লঞ্চটি তাদের হেফাজতে রয়েছে।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT