3:53 pm , January 31, 2023
বিশেষ প্রতিবেদক ॥ বরিশালে ডিবিসি নিউজের ভিডিও সাংবাদিক জুয়েল সরকারের বাবা মাইকেল সরকার ইন্তেকাল করেছেন (ঈশ্বর তাঁকে শান্তিতে রাখুন)। ৩১ জানুয়ারী রাত ২টার পরে নিজগৃহে তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯১ বছর। মাইকেল সরকার বরিশালের নিউ সার্কুলার রোডের বাসিন্দা ছিলেন। তাঁর পিতা মাখন লাল সরকার এবং মাতা প্রফুল্ল সরকার। তিনি ১৯৩৭ সালে জন্মগ্রহণ করেন। কর্মজীবনে প্রচন্ড সৎ ও ব্যক্তিত্বসম্পন্ন ব্যবসায়ী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় পরিজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন। তাঁর সবচেয়ে বড় প্রাপ্তি তিনি তাঁর সন্তানদের যৌথ পরিবারের বন্ধনে আবদ্ধ থাকা ও প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা দিয়ে গেছেন।
মৃতের পরিবারের প্রতি শ্রদ্ধা ও সমবেদনা জানাতে এসে বরিশালের সদর উপজেলার চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, জেইউবির সভাপতি স্বপন খন্দকার, কালের কণ্ঠের বরিশাল ব্যুরো রফিকুল ইসলাম, ডিবিসি নিউজ বরিশালের ব্যুরো প্রধান সালেহ টিটু, সিনিয়র সাংবাদিক আরিফ আহমেদ, কাউন্সিলর লিয়াকত হোসেন লাবু, বিশিষ্ট ফুল ব্যবসায়ী মুজাহার গাজী, এসএটিভির ভিডিও সাংবাদিক নারায়ন সাহা, এনটিভিরি গোবিন্দ সাহা, বাংলাভিশনের কামালসহ বরিশালের সাংবাদিকরা মরহুমের বাসভবনে এসে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এসময় কাজী মিরাজ মাহমুদ বলেন, যৌথ পারিবারিক বন্ধন যখন বিলুপ্ত প্রায় ঠিক তখন চার সন্তান ও তাদের পরিবারকে নিয়ে একই ছাদের নিচে বসবাস করে অনন্য উদাহরণ সৃষ্টি করে গেছেন প্রয়াত মাইকেল সরকার।
বিকাল ৪টায় সাধু পিতর ক্যাথলিক ধর্মাশ্রমে মৃতের আত্মার শান্তি কামনা করা হয়। বিকাল ৫টায় শের-ই-বাংলা হাসপাতাল সংলগ্ন ক্যাথলিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।