3:50 pm , January 31, 2023

বিশেষ প্রতিবেদক ॥ আগামী ৪ ফেব্রুয়ারী বরিশালে বিভাগীয় সমাবেশ করার প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন বরিশাল জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ। মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক জানিয়েছেন, ৪ ফেব্রুয়ারী বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করতে সন্ধ্যার পর জরুরী বৈঠকে বসেছেন তারা। এতে আগামী দিনের কর্মপন্থা ঠিক করা হবে। বৈঠক শেষে রাতে ও বুধবার সারাদিন প্রচারণায় বের হবেন মহানগর বিএনপির নেতৃবৃন্দ। সন্ধ্যার এই বৈঠকে সদস্য সচিব মীর জাহিদুল কবীর জাহিদ, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম জাহান এবং মহানগর ছাত্রদললের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে জেলা বিএনপির উদ্যোগে ৩১ জানুয়ারী মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমত উল্লাহসহ বিএনপি নেতৃবৃন্দ নগরীর বিভিন্ন স্থানে জনসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
বিএনপির গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি ,বিদ্যুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোসহ ১০ দফা দাবী আদায়ে আগামী ৪ ফেব্রয়ারি বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে এই লিফলেট বিতরণে নেতৃত্ব দেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মাদ রহমত উল্লাহ।
মঙ্গলবার বেলা ১২টায় নগরীর হাসপাতাল রোডস্থ ল-কলেজ প্রাঙ্গন থেকে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়। এসময় আরো উপস্থিত ছিলেন, বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান পিন্টু, বরিশাল জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক রফিকুল ইসলাম জনি, বরিশাল মহানগর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক তারেক সোলাইমান, যুগ্ম আহবায়ক মিলন চৌধুরী, জেলার যুগ্ম আহবায়ক মাইনুল ইসলাম রুবেল, সাজ্জাদ হোসেন রুবেল, শামীম হোসেন, ছাত্রদল নেতা রফিকুল ইসলাম রফিক সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
এছাড়াও নগরীর জেলখানা মোড়, কালিবাড়ি হয়ে সদররোড বিএনপি দলীয় কার্যালয় এলাকা সহ বিভিন্নস্থানে লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণ কালে কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য আবু নাসের মুহাম্মাদ রহমত উল্লাহ বলেন, বর্তমান সরকারের পদত্যাগ করাসহ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করার মাধ্যমে সকলের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।