3:46 pm , January 31, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ ১০ দফা দাবী আদায়ের দাবীতে আগামী ৪ ফেব্রয়ারী বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে মহানগর বিএনপির প্রস্তুতি সভা হয়েছে। মঙ্গলবার রাতে দলীয় কার্যালয়ে এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহবায়ক মো. মনিরুজ্জামান খান ফারুক। সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ সঞ্চালনা করেন। বক্তব্যে রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, মহানগরের যুগ্ম আহবায়ক এ্যাড. আলী হায়দার বাবলু, হাবিবুর রহমান টিপু। আরো উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক হারুন অর রসিদ, কে এম শহিদুল্লাহ, মহানগর সদস্য আনম সাইফুল আহসান আজিম সহ মহানগরের ত্রিশটি ওয়ার্ডের আহবায়ক ও সদস্য সচিব এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।