3:45 pm , January 31, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক বরিশালের বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব সমাজ সেবক বরিশাল সোনালী অতীত ফুটবল ক্লাবের উপদেষ্টা মোঃ আলমগীর খান আলো এবং সোনালী অতীত ফুটবল ক্লাবের অপর এক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোঃ আমিনুল ইসলাম সুরুজ এর রোগ মুক্তি কামনা ও সুস্থ্যতায় দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। গতকাল আসরবাদ বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামের সোনালী অতীত ফুটবল ক্লাব কক্ষে এই দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। সোনালী অতীত ফুটবল ক্লাব এর আয়োজনে অনুষ্ঠিত এ দোয়া মিলাদে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সভাপতি মোঃ আসাদুজ্জামান খসরু, বরিশাল জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও সোনালী অতীত ফুটবল ক্লাবের সভাপতি মোঃ মঞ্জুরুল আহসান ফেরদৌসসহ জেলার ক্রীড়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।