বরিশাল কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু  বরিশাল কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু  - ajkerparibartan.com
বরিশাল কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু 

3:45 pm , January 31, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল কেন্দ্রীয় কারাগারে ফারুক ভূঁইয়া নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। সোমবার রাতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেলার মোঃ আবুল বাশার এই তথ্য নিশ্চিত করেন। কারাগার সূত্রে জানা যায়, ভোলা জেলা সদরের বাসিন্দা মোঃ সামসুদ্দিনের ছেলে ফারুক ভূঁইয়া একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজা নিয়ে ২০০৭ সালে বরিশাল কারাগারে আসেন। তিনি লিভারসহ একাধিক রোগে ভুগছিলেন এবং কারাভ্যন্তরে চিকিৎসাও করাচ্ছিলেন। জেলার আবুল বাশার বলেন, ফারুক ভূঁইয়া জানুয়ারি মাসে দুই দফা বরিশাল শেবাচিম হাসপাতালে বেশ কয়েকদিন চিকিৎসা নিয়েছেন। পরে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে কারাগারে নিয়ে আসা হয় এবং কারাভ্যন্তরেও চিকিৎসাধীন ছিলেন। সোমবার তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত শেবাচিম হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে একটার দিকে তাঁর মৃত্যু হয়। জেলার আরও জানান,ফারুকের মরদেহ ময়না তদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ভোলায় অবস্থানরত স্বজনদের খবর দেওয়া হয়েছে। তাঁরা আসলে ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হবে। এর আগে গত শনিবার আবদুল আজিজ নামে অপর একজন কয়েদীর মৃত্যু ঘটে বরিশাল কারাগারে। তিনিও  যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন। তিনি ছিলেন বরগুনার বেতাগী উপজেলার বাসিন্দা।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT