3:42 pm , January 31, 2023
মো. পলাশ হাওলাদার, বাকেরগঞ্জ ॥ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, জমি না পাওয়ায় ষ্টেডিয়াম নির্মান করতে দেরি হয়েছে। ভবিষ্যতে বাকেরগঞ্জ উপজেলার খেলাধুলার উন্নয়নে ক্রীড়া মন্ত্রণালয় থেকে বরাদ্ধ দেয়া হবে। মঙ্গলবার বাকেরগঞ্জে শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এর আগে পৌরসভার ৬নং ওয়ার্ডের হেলিপ্যাড সংলগ্ন এলাকায় স্টোডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশেষ অতিথি সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রতনা, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম, মেয়র লোকমান হোসেন ডাকুয়া। জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন অনুষ্ঠানে সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো দেলোয়ার হোসেন। উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রীর একান্ত সচিব আবু নাছের ভূঁইয়া, জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মোঃ শামসুল আলম, প্রকল্প পরিচালক মো. মাহবুব মোর্শেদ সোহেল, জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী প্রকৌশলী শিবুলাল খাসকেল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নিবার্হী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আবুজর মোঃ ইজাজুল হক, ওসি এসএম মাকসুদুর রহমান, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল, অমল চন্দ্র দাস শিবু প্রমুখ।
উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, বাকেরগঞ্জ উপজেলায় স্টেডিয়াম নির্মাণের জন্য পৌরসভার ৬নং ওয়ার্ডের হেলিপ্যাড সংলগ্ন এলাকায় ৪ একর জমির উপর নির্মিত হবে। নির্মাণ কাজে ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ১০ লাখ ৬২ হাজার টাকা। জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে এ স্টেডিয়ামের নির্মাণ কাজ বাস্তবায়ন করছে।