বাবুগঞ্জে গরুতে কলাগাছ খাওয়াকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ ও ছুরিকাঘাতে আহত-৬ বাবুগঞ্জে গরুতে কলাগাছ খাওয়াকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ ও ছুরিকাঘাতে আহত-৬ - ajkerparibartan.com
বাবুগঞ্জে গরুতে কলাগাছ খাওয়াকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ ও ছুরিকাঘাতে আহত-৬

3:38 pm , January 30, 2023

বাবুগঞ্জ প্রতিবেদক ॥ বাবুগঞ্জে গরুতে কলা গাছ খাওয়ার প্রতিবাদ করায় দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া সংর্ঘষে উভয়পক্ষের ৬ জন আহত হয়েছে। এঘটনাটি ঘটেছে রবিবার রাত ৯ টার দিকে উপজেলার উত্তর দেহেরগতি চরমঙ্গলা মোঃ গনি হাওলাদারের বাড়িতে। স্থানীয়রা ও বাবুগঞ্জ থানা পুলিশ আহতদের উদ্ধার করে বরিশাল শেবা-চিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন গনি হাওলাদারের ছেলে মোঃ রফিক হাওলাদার(৩৫) মোঃ রশিদ হাওলাদার(২৫)মোঃ ইদ্রিস হাওলাদার(২৮)মোঃ শাহিন (৩০)মোসাঃ গোলাপি বেগম(৪৫)। অপর পক্ষে আহত হয়েছে মোঃ লিটন(৩৫) ও নার্গিস (২৮)। এদের মধ্যে ছুরিকাঘাতে রফিক হাওলাদরের পেটের ভুঁড়ি বের হয়ে যাওয়ায় শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। বাকিরা সবাই মাথা, হাত ও পায়ে গুরুত্বর জখম অবস্থায় শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে গোলাপি বেগমের জমিতে রোপিত একটি কলা গাছ প্রতিপক্ষ হানিফের গরুতে খেয়ে ফেলে। রাত ৯টায় মোসাঃ গোলাপি বেগম প্রতিপক্ষ হানিফের ছেলে মোবারকের কাছে বিচার দিলে এতে মোবারক ক্ষিপ্ত হয়ে গোলাপি বেগমকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। গোলাপি বেগমের ডাক চিৎকারে স্বজনরা ছুটে আসলে তাদেরকে হত্যার উদ্দিশ্যে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে হানিফ গংরা। রাতেই আহতদের স্থানীয়রা উদ্বার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মাহবুবুর রহমান বলেন, তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করার সত্যতা স্বীকার করেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT