3:37 pm , January 30, 2023

গৌরনদী প্রতিবেদক ॥ আড়িয়ালখা শাখা নদীর গৌরনদী উপজেলার হোসনাবাদ এলাকায় রোববার বাল্কহেডের ধাক্কায় খেয়া পারাপারের একটি ট্রলার ডুবে যায়। এ ঘটনায় ৭ যাত্রী নিখোঁজ হওয়ার পরে ফায়ার সার্ভিস কর্মীরা ৬ জনকে রাতেই উদ্ধার করে। সোমবার দুপুরে গৌরনদীর হোসনাবাদ এলাকা থেকে নিখোজ মোঃ নান্নু বেপারীর (৬০) লাশ উদ্ধার করা হয়েছে। নিহত নান্নু বেপারী শরিকল ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক। মুলাদী উপজেলার সাহেবের চর গ্রামের বাসিন্দা নৌ-পুলিশ বাল্কহেডসহ ৫ কর্মচারীকে আটক করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন ইনচার্জ বিপুল হোসেন জানান, গৌরনদী উপজেলার হোসনাবাদ থেকে পাশ^বর্তি মুলাদী উপজেলার সাহেবের চর খেয়াঘাট রুটে দীর্ঘ দিন যাবত ট্রলারযোগে যাত্রী পারাপার চলে আসছিল। রোববার রাত ৯টার দিকে গৌরনদীর হোসনাবাদ থেকে ৯ জন যাত্রী নিয়ে একটি ট্ররার হোসনাবাদ থেকে মুলাদীর সাহেবের চর খেয়াঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। রাত সাড়ে ৯টার দিকে ট্রলারটি আড়িয়ালখা শাখা নদীর গৌরনদী উপজেলার হোসনাবাদ এলাকায় পৌছলে বরগুনা পাথরঘাটা থেকে ছেড়ে আসা ঢাকাগামি একটি বাল্কহেডের ট্রলারটিকে ধাক্কা দিলে খেয়াট্রলার ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা ৯ জন যাত্রী নিখোঁজ হন। গৌরনদী ফায়ার সার্ভিস কর্মীরা অভিযান চালিয়ে রাতেই ৮ জনকে উদ্ধার করলে মুলাদী উপজেলার সাহেবের চর গ্রামের বাসিন্দা মোঃ নান্নু বেপারী (৬০) নিখোজ থাকে। সোমবার দুপুর ১২টায় ফায়ার সার্ভিস কর্মীরা গৌরনদী উপজেলার হোসনাবাদ লঞ্চঘাট এলাকা থেকে নিখোজ নান্নুর লাশ উদ্ধার করে। মুলাদী উপজেলার নাজিরপুর নৌ-পুলিশের ইনচার্জ পরিদর্শক (ওসি) প্রদীপ কুমার মিত্র জানান, বাল্ক হেড পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নৌ পুলিশ ৫ কর্মচারীসহ ট্রলারটি আটক করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।