ঝালকাঠিতে দুইজনের লাশ উদ্ধার ঝালকাঠিতে দুইজনের লাশ উদ্ধার - ajkerparibartan.com
ঝালকাঠিতে দুইজনের লাশ উদ্ধার

3:33 pm , January 30, 2023

ঝালকাঠি প্রতিবেদক ॥ ঝালকাঠিতে পৃথক ঘটনায় এক কৃষকসহ দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে শহরের কলেজ মোড় এলাকার একটি ভাড়া বাসা থেকে বেল্লাল হোসেন (৫৫) নামে এক জনের লাশউ দ্ধারকওে পুলিশ।
পুলিশ জানায়, সকালে বেল্লাল হোসেনের দ্বিতীয় স্ত্রীর ছেলে আল আমিন ৯৯৯ এ ফোন দিয়ে অভিযোগ করেন, তার বাবাকে প্রথম স্ত্রী শ্বাসরোধ করে মেরে ফেলেছে। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠায়। তবে প্রথম স্ত্রী মাকসুদা বেগম দাবিকরেন, তাঁর স্বামীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। এদিকে ঝালকাঠি সদও উপজেলার রমজানকাঠি গ্রামে চোরের হাত থেকে ক্ষেতে রক্ষার জন্য নিজের তৈরিকরা বৈদ্যুতিক ফাঁদে সুলতান মোল্লা (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে যানা যাবে বেল্লাল হোসেনের কিভাবে মৃত্যু হয়েছে। তাঁরমৃত্যু নিয়ে রহস্য আছে বলেও জানান তিনি।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT