নগর ভবনের দুই প্রকৌশলীসহ ৬ জনকে চাকুরিচ্যুত নগর ভবনের দুই প্রকৌশলীসহ ৬ জনকে চাকুরিচ্যুত - ajkerparibartan.com
নগর ভবনের দুই প্রকৌশলীসহ ৬ জনকে চাকুরিচ্যুত

3:32 pm , January 30, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ দায়িত্ব অবহেলা ও উৎকোচ আদায়সহ নানা অভিযোগে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)’র দুই প্রকৌশলীসহ ৬ জনকে চাকুরিচ্যুত করা হয়েছে। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস। চাকুরিচ্যুতরা হলেন বরিশাল সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী (চুক্তিভিত্তিক) বাকি উল্লাহ, উপ-সহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম, স্টিমেটর (চুক্তিভিত্তিক) শাওন আকন, কার্য সহকারী (অস্থায়ী) শাহ জালাল, কর আদায় সহকারী নূর হোসেন ও শাহিন হোসেন। প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস বলেন, মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নির্দেশে বরিশাল সিটি করপোরেশনের সকল সড়কের কাজ ৫ বছরের গ্যারান্টিতে করা হচ্ছে। সেই অনুযায়ী সড়ক নির্মানকারী প্রতিষ্ঠান কাজ করে এবং সিটি করপোরেশনের সংশ্লিষ্ট শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কাজও সেইভাবেই বুঝে নেন।
তিনি জানান, নগরীর ধানগবেষনা ইন্সটিটিউট সংলগ্ন সড়ক (ধান গবেষনা রোড) এর নির্মাণ কাজ চলছে। তবে সেখানে কাজের মান খারাপ হলেও তা সঠিকভাবে দেখভাল করেননি দায়িত্বরতরা এবং বিষয়টি কর্তৃপক্ষকেও জানায়নি। তাই দায়িত্ব অবহেলার এসব কারনে সহকারী প্রকৌশলী (চুক্তিভিত্তিক) বাকি উল্লাহ, উপ-সহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম, স্টিমেটর (চুক্তিভিত্তিক) শাওন আকন, কার্য সহকারী (অস্থায়ী) শাহ জালালকে চাকুরিচ্যুত করা হয়েছে।
এছাড়া ৫ নম্বর ওয়ার্ডের একটি হোল্ডিং নাম্বারের অনুকুলে গ্রাহকের কাছ থেকে তিন অর্থবছরের টাকা নিয়ে সিটি করপোরেশনে কোষাগারে এক অর্থবছরের টাকা জমা দেয় কর আদায় সহকারী নূর হোসেন। বাকি টাকা সে আত্মসাৎ করে বিষয়টি গোপন রাখার চেষ্টা করে তবে লেজার পোষ্টিং এর সময় বিষয়টি ধরা পড়লে সেই অপরাধে তাকে চাকুরিচ্যুত করা হয়।
এছাড়া নগরীর ৬ নম্বর ওয়ার্ডের এক ব্যক্তির ১০ টি হোল্ডিং এর ধার্য কর মেয়র কমিয়ে দিয়েছেন। তারপরও কর আদায় সহকারী শাহিন হোসেন ওই ব্যক্তির কাছ থেকে ১ লাখ ৪০ হাজার টাকা অবৈধভাবে আদায় করে আত্মসাৎ করে। যে বিষয়টি প্রমানিত হওয়ায় তাকেও চাকুরিচ্যুত করা হয়েছে।
বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহম্মদ বলেন, দায়িত্ব অবহেলা ও অনৈতিক সুবিধা গ্রহনের দায়ে ৬ জনকে চাকুরিচ্যুত করা হয়েছে। সোমবার তাদের চাকুরিচ্যুতের চিঠি দেয়া হয়েছে।
চাকুরিচ্যুত সহকারী প্রকৌশলী (চুক্তিভিত্তিক) বাকি উল্লাহ বলেন, সোমবার কাগজ পেয়েছি। অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন কি অভিযোগ এনেছে, বলার কিছু নেই।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT