4:04 pm , January 29, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল কেন্দ্রীয় কারাগারের যাবজ্জীবন দন্ডিত কয়েদির মৃত্যু হয়েছে। হত্যা মামলার দন্ডিত ওই আসামী শনিবার দিনগত রাত দশটায় মারা গেছেন বলে জেলার জানিয়েছেন। মৃত কয়েদি আব্দুল আজিজ (৭০) বরগুনার বেতাগী উপজেলার ভোলানাথপুরের মৃত আমিনউদ্দিন খা’র ছেলে। জেলার আবুল বাশার জানান, দন্ডিত কয়েদি আব্দুল আজিজ রাত আটটার দিকে অসুস্থ হয়ে পড়ে। কারারক্ষীদের সহায়তায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে মৃত্যু হয়েছে তার। জেলার জানান, ময়না তদন্ত করে রোববার দুপুর ২টার দিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।