এখনই নির্বাচনী মাঠে জাসদের দুই নেতা এখনই নির্বাচনী মাঠে জাসদের দুই নেতা - ajkerparibartan.com
এখনই নির্বাচনী মাঠে জাসদের দুই নেতা

4:03 pm , January 29, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এককভাবে নির্বাচন করার প্রস্তুতি নিয়ে বরিশালের দুইটি নির্বাচনী এলাকায় দল
গোছাতে ব্যস্ত সময় পার করছেন জাসদ মনোনীত দুইজন প্রার্থী। এরমধ্যে সমাজতান্ত্রিক দল বাংলাদেশ জাসদ থেকে বরিশাল-২ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে দলের কেন্দ্রীয় কমিটির সংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আনিচুজ্জামান আনিচকে। বিএম কলেজের সাবেক ছাত্রনেতা, বানারীপাড়া উপজেলার সন্তান ও ইতালি প্রবাসী আনিচুজ্জামান আনিচ একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও বরিশাল-২ আসনে জাসদ মনোনীত প্রার্থী ছিলেন। ইতোমধ্যে জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধানের নির্দেশে জাসদের নেতাকর্মীরা আনিচুজ্জামানের পক্ষে নির্বাচনী এলাকায় দল গোছাতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তিনি বলেন, সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উজিরপুর ও বানারীপাড়া সংসদীয় আসনে নির্বাচন করার প্রস্তুতি নিয়ে কাজ শুরু করা হয়েছে। তিনি আরও বলেন, ছাত্র রাজনীতির সাথে যুক্ত থাকাকালীন আমি সবসময় গরীব অসহায় ও সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করেছি। যদি সুযোগ পাই তবে সারাজীবন গরীব অসহায় ও খেটে খাওয়া মানুষের জন্য কাজ করে যাবো। অপরদিকে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে মাঠ চষে বেড়াচ্ছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহসীন। জনপ্রতিনিধি না হয়েও দীর্ঘদিন থেকে তিনি বাকেরগঞ্জ উপজেলাবাসীর জন্য কাজ করছেন। ১৯৯৬ সালের জাতীয় নির্বাচনেও তিনি জাসদ (ইনু) মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এরশাদ বিরোধী আন্দোলনের অন্যতম ছাত্রনেতা মোহাম্মদ মোহসীন বলেন, দীর্ঘবছর থেকে আমি এলাকায় সামাজিক সাংস্কৃতিক নানা কর্মকান্ডে অংশ নেয়ার পাশাপাশি নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছি। সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উয়ন্নয়ন হয়েছে। কিন্তু বরিশাল-৬ আসনের সংসদ সদস্যের অদক্ষতার কারনে এলাকায় কাঙ্খিত উন্নয়ন হয়নি। উল্টো লুটপাটের স্বর্গরাজ্যে পরিনত করেছে। জনপ্রতিনিধি না হয়েও আমি বাকেরগঞ্জবাসীর পাশে ছিলাম আছি ও থাকবো।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT