কোতয়ালী মডেল থানার নতুন ওসি আনোয়ার হোসেন কোতয়ালী মডেল থানার নতুন ওসি আনোয়ার হোসেন - ajkerparibartan.com
কোতয়ালী মডেল থানার নতুন ওসি আনোয়ার হোসেন

4:02 pm , January 29, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ কোতয়ালী মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে যোগদা করেছেন চৌকষ পুলিশ কর্মকর্তা পরিচিত ও প্রিয় মুখ মো. আনোয়ার হোসেন। রোববার তিনি কোতয়ালী মডেল থানার দায়িত্ব বুঝে নেন। এর আগে গত ১৯ জানুয়ারী তাকে ঢাকা পুলিশ সদর দপ্তর থেকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে বদলি করা হয়। সেখান থেকে বরিশাল মেট্টোপলিটন পুলিশে বদলী করে প্রজ্ঞাপন জারি করে। এর পর ২৩ জানুয়ারী তিনি বিএমপিতে যোগদান করেন।
অত্যন্ত সুপরিচিত এই পুলিশ কর্মকর্তা চাকুরি জীবনের শুরুতে কোতয়ালী মডেল থানায় উপ-পরিদর্শক ছিলেন। দীর্ঘ দিন কোতয়ালী মডেল থানায় দায়িত্ব পালন করেন তিনি। পদোন্নতি পেয়ে তিনি কাউনিয়া ও ও এয়ারপোর্ট থানায় অফিসার ইনচার্জ হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। এছাড়া বরিশাল জেলার বাকেরগঞ্জ ও উজিরপুর, পিরোজপুর জেলার কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন।
প্রসঙ্গত ১৯৯৮ সালে উপ পরিদর্শক পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন ভোলার বাসিন্দা আনোয়ার হোসেন। ২০১১ সালে তিনি পরিদর্শক হিসাবে পদোন্নতি লাভ করেন।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT