স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষকদের ভূমিকা অপরিসীম : প্রতিমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষকদের ভূমিকা অপরিসীম : প্রতিমন্ত্রী - ajkerparibartan.com
স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষকদের ভূমিকা অপরিসীম : প্রতিমন্ত্রী

3:59 pm , January 29, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম-এমপি বলেছেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষক-শিক্ষিকাদের ভূমিকা অপরিসীম।  সঠিকভাবে পাঠদানের মাধ্যমেই আগামী প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যত নিশ্চিত করতে হবে, যার মধ্য দিয়ে উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ার ভিশন পূর্ণ হবে। তাই নতুন প্রজন্মকে স্বচ্ছতার সাথে সঠিকভাবে পাঠদানের অনুরোধ জানাই জাতিকে উন্নত করার লক্ষ্যে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করার জন্য। এজন্য শিক্ষার্থীদের সাথে মাতৃ-পিতৃতুল্য আচরণ করার জন্য শিক্ষকদের  প্রতি আহবান জানান প্রতিমন্ত্রী।
‘শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ এই শ্লোগানে রোববার সকালে বরিশাল সদর উপজেলার হলরুমে অনুষ্ঠিত সদ্য নিয়োগপ্রাপ্ত ১১০ জন সহকারী শিক্ষকদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বরিশাল সদর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বর্তমান সরকারের নানা উন্নয়নমূলক কর্মকান্ডের বিষয় তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় গোটা দেশ নিয়ে ভাবেন।  এজন্য আজ অবহেলিত দক্ষিনাঞ্চলে একের পর এক উন্নয়ন সাধিত হচ্ছে।
তিনি বলেন, আমি যদি ভালো কাজ করি তাহলে আমায় জনগন আগামীতে তাদের মূল্যবান ভোট দিবে, আর যদি কাজ না করি তাহলে ভোট দিবেন না।
বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)  মনদীপ ঘরাই, বরিশাল জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তফা কামাল, বরিশাল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু।
বরিশাল সদর উপজেলা শিক্ষা অফিসার ফয়সাল জামিলের সার্বিক তত্ত্বাবধানে এসময় আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুনসহ বরিশাল সদর উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এরআগে প্রধান অতিথি সদ্য নিয়োগ প্রাপ্ত সহকারী শিক্ষক- শিক্ষিকাদের ফুল দিয়ে বরণ করেন।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT