3:56 pm , January 29, 2023

পাথরঘাটা প্রতিবেদক ॥ পাথরঘাটায় দুইশত দুই পিস ইয়াবা ও ৩৬০ গ্রাম গাজাঁ সহ মাদক বিক্রেতা শাহদাত হোসেনকে (২৮) আটক করেছে কোষ্টগার্ড। শনিবার রাত পৌনে বারোটার সময় কালমেঘা ইউনিয়নের পশ্চিম ঘুটাবাছা এলাকা থেকে আটক করা হয়। শাহদাত হোসেন পশ্চিম ঘুটাবাছা গ্রামের মোঃ সিদ্দিক মাল এর ছেলে। কোস্ট গার্ড দক্ষিণ জোনের স্টেশন কন্টিজেন্ট কমান্ডার জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কালমেঘা ইউনিয়নের পশ্চিম ঘুটাবাছা এলাকা থেকে শাহদাত হোসেন নামে একজনকে ২ শত দুই পিস ইয়াবা ও ৩ শত ষাট গ্রাম গাঁজাসহ আটক করা হয়। তিনি আরও জানান, কোস্টগার্ড বাদী হয়ে শাহদাত হোসেনর নামে পাথরঘাটা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণে আইনে মামলা দায়ের করা হয়েছে।