3:55 pm , January 29, 2023

বানারীপাড়া প্রতিবেদক ॥ বানারীপাড়ায় মানসিকভাবে অসুস্থ গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বেলা ১১ টার দিকে গহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছেন। ওই গৃহবধূ হলো- স্বর্না আক্তার (২০)। সে উপজেলার খেজুর বাড়ি গ্রামের রবিউল ইসলামের স্ত্রী ও উজিরপুর উপজেলা জেলার ভবানীপুর গ্রামের কাদের মোল্লার কন্যা। বানারীপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মোমিনউদ্দিন জানান, সকালে স্ত্রী স্বর্নার সাথে খাবার খেয়ে কাজে বের হয় স্বামী রবিউল। ঘরে একা ছিলো স্বর্না। বেলা ১১টার দিকে স্বামী রবিউল ঘরে ফিরে স্বর্নাকে ঝুলন্ত অবস্থায় পায়। খবর পেয়ে তারা গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পরিদর্শক জানান, ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে ফাঁস দেয়া অবস্থায় ঝুলন্ত ছিলো। মৃত্যুর কারন কেউ জানাতে পারেনি। স্বর্নার বাবা কাদের মোল্লার বরাতে পরিদর্শক বলেন, দেড় বছর পূর্বে স্বর্নার সাথে রবিউলের পারিবারিকভাবে বিয়ে হয়েছে। পারিবারিকভাবে কোন সমস্যা ছিলো না। শনিবার রাতেও কন্যার সাথে কাদের মোল্লার মোবাইল ফোনে কথা হয়েছে। কোন সমস্যা মনে হয়নি। কাদের মোল্লার বরাতে পরিদর্শক বলেন, স্বর্নার উপর জ্বিনের আছর ছিলো। এ কারনে ওঝা ফকিরের শরনাপন্ন হয়েছেন। কিন্তু সে সুস্থ হয়নি। ময়না তদন্ত প্রতিবেদন না পেলে মৃত্যুর কারন বলা যাবে না বলে পরিদর্শক মোমিনউদ্দিন জানিয়েছেন।