3:53 pm , January 28, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ নগরী থেকে ২৫ বোতল ফেন্সিডিল মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিনগত গভীর রাতে কাউনিয়া মডেল থানার পুলিশ এ অভিযান করেছে। আটক হিরক মন্ডল (৩৩) কাশীপুর জোর পুকুর সজিব এর বাসার ভাড়াটিয়া ও চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গা বাজার পাড়া এলাকার ফকরি মোহাম্মাদের ছেলে।
পুলিশ জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত সোয়া দুইটার দিকে কাউনিয়া বিসিক খাঁন সড়কের মুখে হাকিম স্টোরের সামনে অভিযান পরিচালনা করেন। এ সময় সেখান থেকে ২৫ বোতল ফেন্সিডিলসহ হিরককে আটক করা হয়। তার বিরুদ্ধে কাউনিয়া থানায় মামলা করা হয়েছে।