মুলাদীর আড়িয়ালখাঁ নদে অজ্ঞাত মরদেহ, ঢাকায় আটক খুনি মুলাদীর আড়িয়ালখাঁ নদে অজ্ঞাত মরদেহ, ঢাকায় আটক খুনি - ajkerparibartan.com
মুলাদীর আড়িয়ালখাঁ নদে অজ্ঞাত মরদেহ, ঢাকায় আটক খুনি

3:51 pm , January 28, 2023

পরিবর্তন ডেস্ক ॥ বরিশালের মুলাদী উপজেলার আড়িয়ালখাঁ নদে উদ্ধার হওয়া মরদেহের খুনিকে আটক করেছে পুলিশ।শুক্রবার (২৭ জানুয়ারি) রাতে ঢাকা বিমানবন্দর এলাকা থেকে মুলাদী নৌপুলিশ তাকে আটক করে।আটককৃত তানিম মিয়া (২০) মুলাদী উপজেলার ১ নম্বর বাটামারা ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের খোরশেদ মিরের ছেলে।তিনি ওই হত্যাকা-ের সঙ্গে সম্পৃক্ত বলে মুলাদী নৌপুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছেন।১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার জন্য তাকে ঢাকা থেকে বরিশালে নিয়ে যাওয়া হয়েছে।নাজিরপুর নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক প্রদীপ কুমার বলেন, গত ১১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাঝিরা আড়িয়ালখাঁ নদের পূর্ব পাড়ে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পান। তারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে হাত ও পায়ে ইট বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাটি মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবের চর এলাকার। উদ্ধার হওয়া মৃতের বয়স আনুমানিক ৩৫ বছর।তার পরনে চেক শার্ট ও কালো রঙের প্যান্ট ছিল।তিনি জানান, এটি একটি হত্যাকা- ছিল।তাই ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হলে তারা এসে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।পরদিন সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।প্রদীপ কুমার বলেন, ‘ওই যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।এ জন্য প্রতিটি থানায় খবর পাঠানো হয়েছে।পরে আমরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে তামিম মিয়াকে আটক করি। তিনি এই হত্যাকা-ের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।’

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT