কিশোরী নৃত্য শিল্পী গনধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার কিশোরী নৃত্য শিল্পী গনধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার - ajkerparibartan.com
কিশোরী নৃত্য শিল্পী গনধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

3:50 pm , January 28, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে নৃত্যশিল্পী গনধর্ষনের মামলার এক আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮ এর একটি দল। শনিবার ভোর রাতে আসামীকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে। গ্রেপ্তার জসিম খান (৪০) বাংলালিংক মোবাইল ফোন কোম্পানীর নগরীর ধানগবেষনা রোডের টাওয়ারের নিরাপত্তাকর্মী। নৃত্য শিল্পী গনধর্ষন মামলার এজাহারনামীয় ২নং আসামী জসিম নগরীর রুপাতলী ধান গবেষণা রোডের খান বাড়ীর মৃত কাসেম খানের ছেলে।
র‌্যাব-৮ এর ১নং কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম মামলার বরাতে জানান, নগরীর ধানগবেষনা রোডের বাসিন্দা কিশোরী (১৭) নৃত্য প্রশিক্ষন নেয়। গত ২১ জানুয়ারী নৃত্য প্রশিক্ষকের সহকারী মিরাজ হোসেন (২২) তাকে জরুরী কথা বলে নগরীর রুপাতলী ধানগবেষনা রোড খান বাড়ীর পাশে বাংলালিংক টাওয়ায়ের নিরপাত্তা কর্মীদের কক্ষে নেয়। সেখানে নিয়ে বিয়ের প্রলোভনে মিরাজ কিশোরী নৃত্য শিল্পীকে ধর্ষন করে। পরে ওই কক্ষে জসিমসহ অজ্ঞাত আরো একজন প্রবেশ করে। তারা কিশোরীকে জানায়, তাকে ধর্ষনের ভিডিও ও স্থিরচিত্র ধারন করা হয়েছে। তাদের সাথে শারিরীক সম্পর্ক না করলে ভিডিও ও স্থির চিত্র অনলাইনে ছেড়ে দেয়ার হুমকি দেয়। কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে তিনজনে পালাক্রমে ধর্ষন করে।
এ ঘটনায় কিশোরী নৃত শিল্পীর মা বাদী হয়ে নামধারী মিরাজ ও জসিমসহ অজ্ঞাত এক জনকে আসামী করে কোতয়ালী মডেল থানায় মামলা করে।
ঘটনাটি জানতে পেরে র‌্যাব ছায়া তদন্ত ও নজরদারি শুরু করে। র‌্যাব সদর দপ্তরের আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় র‌্যাব-৮ এর এএসপি মো. রেজাউল করিমের নেতৃত্বে একটি দল পটুয়াখালী কলাপাড়া উপজেলার ধানখালী এলাকায় অভিযান করে। ভোর রাত পৌনে তিনটার দিকে ওই এলাকায় আত্মগোপনে থাকা জসিমকে গ্রেপ্তার করেছে।
আসামীকে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব কোম্পানী কমান্ডার জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT