3:29 pm , January 27, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল-ঢাকা মহাসড়কে বালুবাহী ট্রলি ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ইজিবাইক চালক নিহত হয়েছে বলে গৌরনদী ফায়ার সার্ভিস ও মহাসড়ক থানা পুলিশ জানিয়েছে। শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে মহাসড়কের গৌরনদী উপজেলার দক্ষিন পালরদী গয়নাঘাটা ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইজিবাইক চালক হলো- জুলহাস হাওলাদার (৫৫)। সে উজিরপুর উপজেলার সাতলা এলাকার মাজেদ হাওলাদারের ছেলে।
গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন বলেন, গৌরনদী বাসষ্ট্যান্ড এলাকায় যাত্রী নামিয়ে টরকী বন্দরের উদ্দেশ্যে যাচ্ছিলো ইজিবাইক। টরকী বন্দর থেকে গৌরনদী বাসষ্ট্যান্ডগামী বালুবাহী ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়।
বিপুল বলেন, বেপরোয়া গতির ট্রলির সাথে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের পর উভয় যানই রাস্তার পাশে খাদে পড়ে গেছে।
খবর পেয়ে ইজিবাইক চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইজিবাইক চালককে মৃত ঘোষনা করেন।
ষ্টেশন অফিসার বিপুল আরো জানান, দুর্ঘটনায় ট্রলির চালকসহ দুইজন আহত হয়েছে। তারা হাসপাতালে চিকিৎসা নিয়ে পালিয়ে গেছে। নিহত ইজিবাইক চালকের লাশ মহাসড়ক থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গৌরনদী মহাসড়ক থানার ওসি আমিনুল ইসলাম বলেন, গয়নাঘাটা ব্রীজ চক্ষু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটেছে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ট্রলি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হবে বলে জানিয়েছেন ওসি।